Ayan Banerjee-Tarun Majumdar: রাস্তা থেকে আমায় জোর করে গাড়িতে তুলে সন্ধ্যাদি নিয়ে যান তরুণদার কাছে: অয়ন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
এখন তিনি পাখি দেখতে পছন্দ করেন। আর চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচয় নেই। কিন্তু যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, তার পর থেকে সকলের চোখে তিনি 'হিরো'।
#কলকাতা: তরুণ মজুমদার কে? সন্ধ্যা রায়ই বা কে? কাউকেই চিনতেন না তিনি। কোনও দিন একখানি সিনেমাও দেখেননি। চলচ্চিত্র জগৎ তাঁর কাছে অচেনা। কিন্তু এক দিন সব বদলে গেল। লেকে সাঁতার কাটতে গিয়ে বদলে গেলেন নিজেও। তৈরি হল তাঁর 'দ্বিতীয় বাড়ি', 'দ্বিতীয় পরিবার', এমনকি নতুন পেশাও। তিনি অয়ন বন্দ্যোপাধ্যায়। সবাই তাঁকে 'শ্রীমান পৃথ্বীরাজ' নামেই চেনেন।
এখন তিনি পাখি দেখতে পছন্দ করেন। আর চলচ্চিত্র জগতের সঙ্গে পরিচয় নেই। কিন্তু যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন, তার পর থেকে সকলের চোখে তিনি 'হিরো'। আর রয়ে গিয়েছে তাঁর সেই 'দ্বিতীয় বাড়ি', 'দ্বিতীয় পরিবার'। কিন্তু চলে গেলেন সেই পরিবারের এক জন গুরুত্বপূর্ণ সদস্য। তরুণ মজুমদার।
advertisement
advertisement
সোমবার সকাল ১১.১৭ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান চিত্রপরিচালক। রেখে গেলেন স্ত্রী, অভিনেত্রী সন্ধ্যা রায়কে। সেই পরিচালকের বাড়িতেই সকাল থেকে রয়েছেন অয়ন।
নিউজ18 বাংলা যোগাযোগ করলে তাঁর স্মৃতির দরজা খোলে। মনে পড়ে যায় প্রথম আলাপের কথা। অয়ন বললেন ''সাঁতার কাটার জন্য লেকে গিয়েছিলাম। হঠাৎ দুটো লোক এসে আমাকে জোর করে একটি গাড়িতে নিয়ে গেলেন। গাড়িতে ছিলেন সন্ধ্যা রায়। উনি আমাকে সোজা ওঁর বাড়িতে নিয়ে যান। সেখানেই আলাপ দুজনের সঙ্গে। তার আগে কাউকেই চিনতাম না। তরুণ মজুমদার আমাকে নাম জিজ্ঞাসা করলেন। পরে জানতে পারি, 'শ্রীমান পৃথ্বীরাজ'-এর নায়কের চরিত্রের জন্য আমার মতো চেহারার ছেলেকে খুঁজছিলেন। লেকে সন্ধ্যা রায় আমাকে দেখতে পেয়ে পাকড়াও করেন। সেই থেকে এটাও আমার বাড়ি। আর আত্মীয়তার বন্ধন তৈরি হল। কিন্তু একে একে সুতোগুলি ছিঁড়তে থাকে। মেনে নিতে হয় আর কি।'' `
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2022 4:50 PM IST