Shreyas Talpade-Bobby Deol: ‘হার্ট বন্ধ হয়ে গিয়েছিল...’ শ্রেয়সের স্ত্রী কী জানিয়েছিলেন? ভয়ঙ্কর সত্যি সামনে আনলেন ববি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
শ্রেয়সের অসুস্থতার খবর পেয়ে ববি তাঁর (শ্রেয়সের) স্ত্রীর কাছ থেকে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।
বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন জনপ্রিয় অভিনেতা শ্রেয়স তলপড়ে। ৪৭ বছর বয়সী অভিনেতার অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছিল ভক্তদের মধ্যে। শ্রেয়সের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। এবার তাঁর স্বাস্থ্যে নিয়ে জানালেন অভিনেতা ববি দেওল।
অ্যানিম্যাল অভিনেতা সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, শ্রেয়সের অসুস্থতার খবর পেয়ে ববি তাঁর স্ত্রীর কাছ থেকে অভিনেতার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। ববিকে শ্রেয়সের স্ত্রী তাঁর অসুস্থতা সম্পর্ক বিশদে জানিয়েছিলেন।
advertisement
advertisement
ববির কথায়,‘‘আমি ওঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। উনি অত্যন্ত কষ্টে ছিলেন। ওঁর(শ্রেয়স) হার্ট ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। এখন অবশ্য সুস্থ আছেন উনি। আমি প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।’’
প্রসঙ্গত অক্ষয় কুমারের সঙ্গে ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’ ছবির শ্যুট করেছিলেন শ্রেয়স। তিনি সারাদিন শ্যুট করেছেন, একেবারে সুস্থ ছিলেন এবং সেটে সবার সঙ্গে মজাও করেন। বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যেরও শ্যুট করেন তিনি।শ্যুটিং শেষ করে তিনি বাড়িতে ফিরে গিয়ে স্ত্রীকে জানান যে, তিনি একটা অস্বস্তি বোধ করছেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথে অবস্থা আরও খারাপ হয়। তবে, বর্তমানে সুস্থ আছেন অভিনেতা। তাঁর অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 17, 2023 6:07 PM IST