Shreya Ghoshal : শ্রেয়ার একরত্তি ছেলের দেখভালের দায়িত্বে স্বয়ং শার্লক হোমস!

Last Updated:

ঘুমন্ত দেব্যানকে বাড়িতে রেখে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নিতে গিয়েছিলেন শ্রেয়া (Shreya Ghoshal) ৷ তাঁর দেব্যান এখন প্রায় দেড়মাসের ৷ ছেলের দেখভালের জন্য শ্রেয়ার চিন্তা লাঘব হয়েছে অনেকটাই ৷

মুম্বই : ঘুমন্ত দেব্যানকে বাড়িতে রেখে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা নিতে গিয়েছিলেন শ্রেয়া (Shreya Ghoshal) ৷ তাঁর দেব্যান এখন প্রায় দেড়মাসের ৷ ছেলের দেখভালের জন্য শ্রেয়ার চিন্তা লাঘব হয়েছে অনেকটাই ৷ কারণ একরত্তিকে ঠিক বড় দাদার মতো আগলে রেখেছে শার্লক ৷ শ্রেয়াদের পরিবারিক পোষ্য ৷ দেব্যানের পাশে পাহারারত শার্লকের ছবি পোস্ট করেছেন শ্রেয়া ৷ সারমেয়কে বলেছেন ‘শার্লক দ্য ফেচার’ ৷ ‘দাদা’ শার্লকের সাহচর্যে দিব্যি স্বচ্ছন্দ খুদে দেব্যানও ৷ তার পাশে শুয়ে হাত পা নাড়ছে খেলনা দেখে ৷
শিলাদিত্য ও শ্রেয়ার প্রথম সন্তানের জন্ম হয়েছে গত ২২ মে ৷ তার কিছু দিন পর নবাগতর সঙ্গে নেটিজেনদের পরিচয় করিয়ে দেন শ্রেয়া ৷ জানান, তার নাম রাখা হয়েছে ‘দেব্যান’ ৷ পরে দূর করেন ছেলের নামের বাংলা বানান নিয়ে বিভ্রান্তিও ৷ পাশাপাশি, মাতৃত্বের স্বাদ পাওয়ার পর শিল্পী ধন্যবাদ জানান তাঁর চিকিৎসককেও ৷ সামাজিক মাধ্যমে বলেন, চিকিৎসক তাঁর পরিবারেরই অংশ এখন ৷
advertisement
advertisement
এর আগে, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বিভিন্ন মুহূর্ত শ্রেয়া শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এক সপ্তাহ পরেই শ্রেয়া সামাজিক মাধ্যমে তাঁর সন্তানের জন্য ‘স্বাগত কেক’-এর ছবি শেয়ার করেন ৷ ইনস্টাগ্রাম স্টোরিতে কেকের ছবি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লেখেন, ‘আমাদের পুত্রসন্তানের জন্য স্বাগত-কেক৷’ সাদা নীল কেক সাজানো ছিল নানারকম টপিং দিয়ে ৷ শেফ মহেক মান্দলিকের তৈরি লোভনীয় এই আমের ফ্লেভারের কেকে মজেছিল নেটিজেনদের মন ৷
advertisement
দাম্পত্যের ষষ্ঠ বছরে পৌঁছে সংসারে নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন শ্রেয়া ও শিলাদিত্য ৷ এক দশকের প্রেমপর্বের পর ২০১৫ সালের ৫ জানুয়ারি বাল্যবন্ধু শিলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া ৷ গত ৪ মার্চ শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি মা হতে চলেছেন ৷ ব্যক্তিগত পরিসরকে সাধারণত আড়ালেই রাখতে ভালবাসেন খ্যাতনামী এই সঙ্গীতশিল্পী ৷ তবে অন্তঃসত্ত্বাপর্বে শ্রেয়ার ভার্চুয়াল সাধভক্ষণের ছবি জনপ্রিয় হয়েছিল নেটমাধ্যমে ৷
advertisement
শ্রেয়া-শিলাদিত্যর বাড়ির পোষ্য সারমেয় শার্লকও নেটিজেনদের মধ্যে খুব জনপ্রিয় ৷ বিশ্বস্ত ও অনুগত পোষ্যের ভিডিয়ো এর আগে শেয়ার করেছেন শ্রেয়া ৷ এ বার নেটমাধ্যম জানল, সদ্য প্রাপ্ত ‘দাদা’-র নতুন দায়িত্ব নিয়ে বেজায় ব্যস্ত তাদের শার্লক হোমস!
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal : শ্রেয়ার একরত্তি ছেলের দেখভালের দায়িত্বে স্বয়ং শার্লক হোমস!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement