Shreya Ghoshal: চিরকাল অকারণেই রিভুর সঙ্গে হাসতে চান শ্রেয়া, দীর্ঘ পোস্টে ভালবাসায় ভরালেন জীবনের শক্তিশালী স্তম্ভকে

Last Updated:

Shreya Ghosha: ভাইয়ের কপালে আলতো চুমু এঁকে দিচ্ছেন তিনি। সকলকে রাখির শুভেচ্ছা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রেয়া ঘোষাল।

শ্রেয়া ও রিভু
শ্রেয়া ও রিভু
মুম্বই: রাখি বন্ধন উৎসব ভাই ও বোনের মধ্যে পবিত্র সম্পর্কের প্রতীক। এই দিনে প্রত্যেক বোন তার ভাইয়ের কব্জিতে পরম ভালোবাসায় রাখি বাঁধে। প্রতি বছর শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও রাখি পালন করছেন। সোশ্যাল মিডিয়ায় রাখির নানা মুহূর্তের ছবি শেয়ার করছেন তাঁরা।
এরই মধ্যে বিশেষ করে নজর কেড়েছে বিখ্যাত গায়িকা, বাঙালি মেয়ে শ্রেয়া ঘোষালের রাখি উদযাপনের ভিডিও। রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন গায়িকা শ্রেয়া ঘোষাল। ছবিতে দেখা যাচ্ছে, ভাইকে রাখি পরিয়ে থালা সাজিয়ে খেতে দিয়েছেন গায়িকা।
advertisement
advertisement
আরও পড়ুন: অটিজম কেড়েছে কথা, তবে সুরেলা কার্তিককে থামায় কে? সা রে গা মা পা-এর মঞ্চে ‘মিরাকেল’ দেখুন
ভাইয়ের কপালে আলতো চুমু এঁকে দিচ্ছেন তিনি। সকলকে রাখির শুভেচ্ছা জানিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন শ্রেয়া। লিখেছেন, ‘পৃথিবীর সব ভাই ও বোনদের রাখিবন্ধনের শুভেচ্ছা। আমার ভাই সৌম্য় ঘোষাল, তোকে যখন সদ্যোজাত শিশু হিসেবে দেখি, আমার মন আনন্দে ভরে উঠেছিল। তারপর ধীরে ধীরে বুঝতে পেরেছি তুই আমার জীবনে শক্তির সবচেয়ে শক্তিশালী স্তম্ভ। কারণ তোর মতো আমাকে কেউ বোঝে না। সমস্ত উত্থান-পতনের মধ্যে দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিস। আমার চোখে কখনও জল আসতে দিসনি। আশা করি আমরা যেন চিরকাল এমনই বিনা কারণে একে অপরের সঙ্গে হাসি। অনেক ভালোবাসি রিভু’।
advertisement
আরও পড়ুন: চাঁদমামার উঠোনে ঘুরে ঘুরে ‘খেলা’ রোভার প্রজ্ঞানের! ইসরোর নতুন ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া, দেখুন
ভাইও ভালবাসায় ভরিয়ে পাল্টা কমেন্ট করেছেন দিদির শেয়ার করা ছবিতে। মুহূর্তের মধ্যে শ্রেয়া ঘোষালের এই রাখির পোস্ট নজর কেড়েছে ভক্তদের।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal: চিরকাল অকারণেই রিভুর সঙ্গে হাসতে চান শ্রেয়া, দীর্ঘ পোস্টে ভালবাসায় ভরালেন জীবনের শক্তিশালী স্তম্ভকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement