Shreya Ghoshal: ষোড়শীর উপর ভরসা রাখার জন্য বনশালীকে কৃতজ্ঞতা শ্রেয়ার, দেবদাসস্মৃতিতে নস্টালজিক রাঘবও

Last Updated:

ষোড়শীর উপর ভরসা রেখেছিলেন সঞ্জয় লীলা বনশালী ৷ তাঁকে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ৷

মুম্বই :  ১৯ বছর আগে তাঁর বয়স ছিল ১৬ ৷ সেই ষোড়শীর উপর ভরসা রেখেছিলেন সঞ্জয় লীলা বনশালী ৷ তাঁকে বিশেষ ভাবে ধন্যবাদ জানালেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) ৷ স্মরণ করলেন বলিউডে তাঁর আত্মপ্রকাশের দিনটিকে ৷
১২ জুলাই ছিল সেই বিশেষ দিন ৷ ২০০২-এর এই দিনই মুক্তি পেয়েছিল ‘দেবদাস’৷ দূরদর্শনে রিয়েলিটি শো-এ বাজিমাত করা কিশোরী টিনসেল টাউনে আত্মপ্রকাশ করেছিলেন ব্লকবাস্টার এই ছবিতে৷ যদিও সূত্রপাতে জানতেন না এই ছবি অনেক রেকর্ড ভেঙে দেবে ৷ শুধু জানতেন, তাঁর গান দৃশ্যায়িত হতে চলেছে ঐশ্বর্য রাই, মাধুরী দীক্ষিতের উপর ৷ আত্মবিশ্বাস ও সাহসে ভর করে নিজে সেরাটুকু উজাড় করে দিয়েছিলেন শ্রেয়া ৷ বাকিটা ইতিহাস ৷
advertisement
এর পর আরব সাগরের উপকূলে আছড়ে পড়েছে অবিরাম ঢেউ ৷ তার পারে নিজেকে ‘নবাগতা’ থেকে একটি ‘প্রতিষ্ঠানে’ রূপান্তরিত করেছেন শ্রেয়া ৷ ‘সিলসিলা হ্যায় চাহত কা’, ‘ডোলা রে ডোলা’ গানের সঙ্গে পা রেখেছিলেন বিনোদন দুনিয়ায় ৷ আজ তাঁর নামের পাশে অসংখ্য সুপারহিট গান ৷
advertisement
প্রথম ছবি ‘দেবদাস’-এ ‘বৈরী পিয়া’ গানের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হন শ্রেয়া ৷ এর পরও একাধিকবার এই সম্মান লাভ করেছেন তিনি ৷ ‘পহেলী’-র ‘ধীরে জ্বলনা’, ‘জব উই মেট’-এর ‘ইয়ে ইশক হ্যায়’, ‘অন্তহীন’-এর ‘ফেরারি মন’, মরাঠি ছবি ‘জোগবা’-র ‘জিভ রাংলা’ গানও তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার ৷ এ ছাড়াও নামের পাশে যোগ হয়েছে আরও অসংখ্য সম্মান ৷
advertisement
শ্রেয়ার পোস্টের নীচে মন্তব্য এসেছে অসংখ্য ৷ লিখেছেন রাঘব চট্টোপাধ্যায়ও ৷ জানিয়েছেন, ‘দেবদাস’ তাঁরও বলিউডে প্রথম ছবিতে গান গাইবার অভিজ্ঞতা ৷ নেটিজেনদের মনে করিয়ে দিয়েছেন ছবির থিম সং তাঁরই গাওয়া ৷
‘দেবদাস’-এর মুক্তির ১৯ বছর পূর্তি উপলক্ষে নস্টালজিক রাঘব ও শ্রেয়া, দু’জনকেই ৷ স্মরণ-পোস্টে শ্রেয়া ধন্যবাদ জানিয়েছেন তাঁর বাবা মাকেও ৷ তাঁর কথায়, বাবা মা দিনরাত এক করে তাঁর পাশে ছিলেন ৷ তাঁদের জন্যই তিনি আজ এই জায়গায় পৌঁছতে পেরেছেন ৷
advertisement
নিজের পারিবারিক জীবন নিভৃত রাখতে পছন্দ করা শ্রেয়া জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও ৷ তাঁর দেবদাস পোস্ট ঘিরে ইতিমধ্যেই ভাললাগা ও ভালবাসার প্রতিক্রিয়া ছাপিয়ে গিয়েছে ৮৬ হাজার ৷ কয়েক হাজার মন্তব্যের পাশাপাশি শেয়ার করা হয়েছে ৯০০ বারেরও বেশি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreya Ghoshal: ষোড়শীর উপর ভরসা রাখার জন্য বনশালীকে কৃতজ্ঞতা শ্রেয়ার, দেবদাসস্মৃতিতে নস্টালজিক রাঘবও
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement