Shreema Bhattacharjee : ছাদ থেকে কাপড় নিয়ে আসা তো ছুতো, শ্রীমার উপলক্ষ বৃষ্টিস্নান

Last Updated:

ফেসবুকে শ্রীমার পাতা জুড়ে এখন বৃষ্টিভেজা নীল ৷ সতেজ সাজে নীল শাড়িতেই বৃষ্টিতে ভিজেছেন অভিনেত্রী ৷

কলকাতা : চা তো ছুতো ৷ আসল উপলক্ষ বিস্কুট ৷ বিজ্ঞাপনের সেই ক্যাচলাইন মনে করিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে শ্রীমা ভট্টাচার্যর প্রোফাইল ৷ ফেসবুকে শ্রীমার পাতা জুড়ে এখন বৃষ্টিভেজা নীল ৷ সতেজ সাজে নীল শাড়িতেই বৃষ্টিতে ভিজেছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে বলেছেন, নানা ছুতোয় বৃষ্টিতে ভিজতে ভালবাসেন তিনি ৷ তার মধ্যে অন্যতম বাহানা হল, ‘ছাদের থেকে কাপড় নিয়ে আসছি!’
কিন্তু দিদিকে দেখে যদি ভাইদেরও বৃষ্টিতে স্নান করতে ইচ্ছে করতে হয়? তাদের জন্যও হাজির ছুতো ৷ কী ছুতো? কেন, দিদিকে ডাকতে যাচ্ছি! তার পর অবশ্য অপেক্ষা করে থাকে মায়ের হাতের ধোলাই! তার জন্যেও মায়ের কোনও বাহানার দরকার হয় না৷ মজা করে বলেছেন শ্রীমা ৷ অর্থাৎ সবই ছুতো, আসল উপলক্ষ হল বৃ্ষ্টিতে ভেজা ৷
advertisement
তাঁর বৃষ্টিস্নাত ছবি দেখে নেটিজেনরা ফিরে গিয়েছেন নিজেদের বৃষ্টিস্নানের স্মৃতিতে ৷ অনেকেই সে কথা বলেছেন ৷ কোনও সুরসিক নেটিজেনের আবার মনে পড়েছে ভূমির গান ‘তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে৷’
advertisement
‘জামাই রাজা’ ধারাবাহিকে নীলাশার চরিত্রে শ্রীমা দর্শকদের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন ৷ তার আগে তিনি অভিনয় করেছেন ‘নাগলীলা’ ধারাবাহিকেও ৷ ছোট পর্দায় ধারাবাহিক ছাড়াও শ্রীমা কাজ করেছেন ওয়েবসিরিজ ও টেলিছবিতেও ৷
advertisement
সামাজিক মাধ্যমে শ্রীমা খুব জনপ্রিয় ৷ মাঝে মাঝেই শেয়ার করেন নিজের ছবি ৷ নেটিজেনরা শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেন না তাঁর ছবিতে ৷ তাঁর বৃষ্টিভেজা ছবি এই অতিমারির ধূসর পরিবেশে একমুঠো সবুজ সতেজতা ছড়িয়ে দিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreema Bhattacharjee : ছাদ থেকে কাপড় নিয়ে আসা তো ছুতো, শ্রীমার উপলক্ষ বৃষ্টিস্নান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement