Shreema Bhattacharjee : ছাদ থেকে কাপড় নিয়ে আসা তো ছুতো, শ্রীমার উপলক্ষ বৃষ্টিস্নান

Last Updated:

ফেসবুকে শ্রীমার পাতা জুড়ে এখন বৃষ্টিভেজা নীল ৷ সতেজ সাজে নীল শাড়িতেই বৃষ্টিতে ভিজেছেন অভিনেত্রী ৷

কলকাতা : চা তো ছুতো ৷ আসল উপলক্ষ বিস্কুট ৷ বিজ্ঞাপনের সেই ক্যাচলাইন মনে করিয়ে দিচ্ছে সামাজিক মাধ্যমে শ্রীমা ভট্টাচার্যর প্রোফাইল ৷ ফেসবুকে শ্রীমার পাতা জুড়ে এখন বৃষ্টিভেজা নীল ৷ সতেজ সাজে নীল শাড়িতেই বৃষ্টিতে ভিজেছেন অভিনেত্রী ৷ ক্যাপশনে বলেছেন, নানা ছুতোয় বৃষ্টিতে ভিজতে ভালবাসেন তিনি ৷ তার মধ্যে অন্যতম বাহানা হল, ‘ছাদের থেকে কাপড় নিয়ে আসছি!’
কিন্তু দিদিকে দেখে যদি ভাইদেরও বৃষ্টিতে স্নান করতে ইচ্ছে করতে হয়? তাদের জন্যও হাজির ছুতো ৷ কী ছুতো? কেন, দিদিকে ডাকতে যাচ্ছি! তার পর অবশ্য অপেক্ষা করে থাকে মায়ের হাতের ধোলাই! তার জন্যেও মায়ের কোনও বাহানার দরকার হয় না৷ মজা করে বলেছেন শ্রীমা ৷ অর্থাৎ সবই ছুতো, আসল উপলক্ষ হল বৃ্ষ্টিতে ভেজা ৷
advertisement
তাঁর বৃষ্টিস্নাত ছবি দেখে নেটিজেনরা ফিরে গিয়েছেন নিজেদের বৃষ্টিস্নানের স্মৃতিতে ৷ অনেকেই সে কথা বলেছেন ৷ কোনও সুরসিক নেটিজেনের আবার মনে পড়েছে ভূমির গান ‘তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে৷’
advertisement
‘জামাই রাজা’ ধারাবাহিকে নীলাশার চরিত্রে শ্রীমা দর্শকদের পছন্দের অভিনেত্রী হয়ে উঠেছিলেন ৷ তার আগে তিনি অভিনয় করেছেন ‘নাগলীলা’ ধারাবাহিকেও ৷ ছোট পর্দায় ধারাবাহিক ছাড়াও শ্রীমা কাজ করেছেন ওয়েবসিরিজ ও টেলিছবিতেও ৷
advertisement
সামাজিক মাধ্যমে শ্রীমা খুব জনপ্রিয় ৷ মাঝে মাঝেই শেয়ার করেন নিজের ছবি ৷ নেটিজেনরা শুভেচ্ছা জানাতে কার্পণ্য করেন না তাঁর ছবিতে ৷ তাঁর বৃষ্টিভেজা ছবি এই অতিমারির ধূসর পরিবেশে একমুঠো সবুজ সতেজতা ছড়িয়ে দিয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shreema Bhattacharjee : ছাদ থেকে কাপড় নিয়ে আসা তো ছুতো, শ্রীমার উপলক্ষ বৃষ্টিস্নান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement