Stree 2: ‘শুনেই সোফা থেকে…’ রাজকুমার রাও না কি শ্রদ্ধা কাপুর? কার জন্য হিট হল ‘স্ত্রী ২’
- Published by:Rachana Majumder
- trending desk
Last Updated:
শ্রদ্ধা বলছেন, “বিনুনি বাঁধা একটা মেয়ে মারামারি করছে। এ তো লেখকের কল্পনা। কিন্তু বিনুনির মধ্যেই তার শক্তি লুকিয়ে রয়েছে। এটা অন্যরকম। আমার দারুণ লেগেছে। বাড়িতেও বিনুনি করে ঘুরতাম। সবাইকে বলতাম, সাবধান, আমার সঙ্গে আমার বিনুনি আছে।”
‘স্ত্রী ২’ সুপারহিট। ‘ভূতে’র চরিত্রে শ্রদ্ধা কাপুরের অভিনয় সমালোচক মহলে প্রশংসিত হচ্ছে। বক্স অফিসের একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে অমর কৌশিকের এই ছবি। কিন্তু কার জন্য ছবি হিট হল? রাজকুমার রাও না কি শ্রদ্ধা কাপুর? এই নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি।
বিষয়টা এমন জায়গায় পৌঁছেছে যে আসরে নামতে হয়েছে খোদ শ্রদ্ধা কাপুরকেই। একটি সাক্ষাৎকারে এই নিয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী। সঙ্গে ২০১৮ সালে ‘স্ত্রী’ ছবিতে কেন তিনি ‘ভূতে’র চরিত্রে অভিনয় করতে রাজি হলেন, জানিয়েছেন তাও।
স্ক্রিন-কে দেওয়া সাক্ষাৎকারে শ্রদ্ধা বলছেন, “এরকম চরিত্রে আগে কোনওদিন অভিনয় করিনি। শহুরে লোকগাথাই এখানে গল্প। স্ক্রিপ্ট শুনে সত্যি সত্যিই সোফা থেকে পড়ে গিয়েছিলাম। প্রযোজক, পরিচালকরা এই চরিত্রের জন্য আমার কথা ভেবেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। এই ছবি বিশুদ্ধ বিনোদন। মজার সংলাপ। দৃশ্যগুলোও সেরকম। আমি ব্যাপক মজা পেয়েছি।”
advertisement
advertisement
‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে শ্রদ্ধার আত্মিক সম্পর্ক। নিজেই বলছেন সে কথা। অভিনেত্রীর কথায়, “’স্ত্রী’ ছবিতে দর্শকের প্রচুর প্রশংসা, ভালবাসা পেয়েছি। এর সিক্যুয়েল বানানোর জন্য লেখক, প্রযোজককে স্যালুট। সবচেয়ে বড় কথা, দর্শক আবার হলমুখো হয়েছেন। আসলে দর্শককে হলে টেনে আনতে গেলে ছবিতে সেই রকম জিনিস থাকতে হবে।”
শ্রদ্ধার মতে, ‘স্ত্রী ২’ দূর্দান্ত ছবি। এর জন্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে পরিচালক এবং প্রযোজকেরও প্রশংসা প্রাপ্য। তিনি বলছেন, “বিনোদনের সব উপাদান মজুত রয়েছে ছবিতে। যে রকম সংলাপ, সে রকম অভিনয়। সবমিলিয়ে দলগত প্রচেষ্টা। এই সিনেমা দেখা মানে নির্ভেজাল আনন্দের সাক্ষী থাকা। তবে দর্শকরাই শেষ কথা বলেন। তাঁরা আনন্দ পেয়েছেন, এতেই আমরা খুশি।”
advertisement
পুরুষ শাসিত ইন্ডাস্ট্রিতে ‘স্ত্রী ২’-এর সাফল্য কি অন্য আখ্যানের জন্ম দিল? এর প্রশ্নের উত্তরে দলগত ছবিটাই তুলে ধরেন শ্রদ্ধা। কোনও একজনকে কৃতিত্ব দিতে রাজি নন তিনি। শ্রদ্ধার কথায়,“এই ছবি আমাদের সকলের। কারও একার নয়। ভাল কাজ সবসময় অনুপ্রেরণা দেয়। সেই দিকেই আমাদের নজর দেওয়া উচিত। কাজের প্রতি সৎ থাকাটাই বড় কথা।”
advertisement
শ্রদ্ধা বলছেন, “বিনুনি বাঁধা একটা মেয়ে মারামারি করছে। এ তো লেখকের কল্পনা। কিন্তু বিনুনির মধ্যেই তার শক্তি লুকিয়ে রয়েছে। এটা অন্যরকম। আমার দারুণ লেগেছে। বাড়িতেও বিনুনি করে ঘুরতাম। সবাইকে বলতাম, সাবধান, আমার সঙ্গে আমার বিনুনি আছে।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 19, 2024 7:16 PM IST