Salman Khan security: ঘেঁষতে পারবে না গুলি, বাবা সিদ্দিকির মৃত্যুর পরে ২ কোটি খরচ করে বিরাট সিদ্ধান্ত সলমন খানের!

Last Updated:
Salman Khan bulletproof car: সলমন খানকে বাঁচাতে ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তা-ও নিশ্ছিদ্র করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন সলমন খান।
1/6
বাবা সিদ্দিকির খুনের পরে আতঙ্কে আছেন সলমন খান। ১২ অক্টোবর মুম্বইয়ের নীলমনগরে জিসান সিদ্দিকির অফিসের সামনে তিন আততায়ীর গুলিতে খুন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী।
বাবা সিদ্দিকির খুনের পরে আতঙ্কে আছেন সলমন খান। ১২ অক্টোবর মুম্বইয়ের নীলমনগরে জিসান সিদ্দিকির অফিসের সামনে তিন আততায়ীর গুলিতে খুন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী।
advertisement
2/6
সংবাদ সংস্থা এএনআইতে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে সলমন খানকে হুমকি দিয়ে বার্তা এসেছে, “হালকাভাবে নেবেন না, যদি সলমন খান বেঁচে থাকতে চান এবং ল-রে-ন্স বি-ষ্ণোইয়ৈর সঙ্গে শত্রুতা শেষ করতে চান তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে সলমনের”। প্রতীকী ছবি।
সংবাদ সংস্থা এএনআইতে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বই পুলিশের হোয়াটসঅ্যাপে সলমন খানকে হুমকি দিয়ে বার্তা এসেছে, “হালকাভাবে নেবেন না, যদি সলমন খান বেঁচে থাকতে চান এবং ল-রে-ন্স বি-ষ্ণোইয়ৈর সঙ্গে শত্রুতা শেষ করতে চান তাহলে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে। টাকা না দিলে বাবা সিদ্দিকির থেকেও খারাপ পরিণতি হবে সলমনের”। প্রতীকী ছবি।
advertisement
3/6
সলমন খানকে বাঁচাতে ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তা-ও নিশ্ছিদ্র করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন সলমন খান। প্রতীকী ছবি।
সলমন খানকে বাঁচাতে ইতিমধ্যেই তাঁর নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিন্তু তা-ও নিশ্ছিদ্র করতে এবার আরও বড় পদক্ষেপ নিলেন সলমন খান। প্রতীকী ছবি।
advertisement
4/6
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী, দুবাই থেকে বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন বলিউডের সুপারস্টার। এতে খরচ হচ্ছে মোট ২ কোটি টাকা। ভারতে চট করে নিসানের এই গাড়ি পাওযা যায় না, তাই দুবাই থেকে গাড়ি আনাতে হচ্ছে সলমন খানকে। প্রতীকী ছবি।
সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী, দুবাই থেকে বুলেটপ্রুফ গাড়ি আনাচ্ছেন বলিউডের সুপারস্টার। এতে খরচ হচ্ছে মোট ২ কোটি টাকা। ভারতে চট করে নিসানের এই গাড়ি পাওযা যায় না, তাই দুবাই থেকে গাড়ি আনাতে হচ্ছে সলমন খানকে। প্রতীকী ছবি।
advertisement
5/6
গত বছর, ল-রে-ন্স বি-ষ্ণোই গ্যা-ংয়ের তরফ থেকে সলমনের বাবা সেলিম খান প্রথম বার হুমকি পাওয়ার পরে বলি সুপারস্টার একটি বুলেটপ্রুফ গাড়ি অর্ডার করেছিলেন। প্রতীকী ছবি।
গত বছর, ল-রে-ন্স বি-ষ্ণোই গ্যা-ংয়ের তরফ থেকে সলমনের বাবা সেলিম খান প্রথম বার হুমকি পাওয়ার পরে বলি সুপারস্টার একটি বুলেটপ্রুফ গাড়ি অর্ডার করেছিলেন। প্রতীকী ছবি।
advertisement
6/6
বাবা সিদ্দিকির মৃত্যুর পরে শুক্রবার বিগ বস ১৮-র সেটে এসেছিলেন সলমন খান। এবার নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বিদেশ থেকে গাড়ি আনাচ্ছেন সলমন খান।
বাবা সিদ্দিকির মৃত্যুর পরে শুক্রবার বিগ বস ১৮-র সেটে এসেছিলেন সলমন খান। এবার নিরাপত্তা আরও সুনিশ্চিত করতে বিদেশ থেকে গাড়ি আনাচ্ছেন সলমন খান।
advertisement
advertisement
advertisement