স্কুলে বাচ্চাদের যৌন হেনস্থাকে কেন্দ্র করে ছবি, মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা, মনোজ মিত্র

Last Updated:

স্কুলে বাচ্চারা যৌন হেনস্থার শিকার ! কারা করছেন? উত্তর-- কখনও স্কুলের শিক্ষক, কখনও বা স্কুলের কোনও কর্মচারী! বিগত কয়েক মাসে কলকাতার বেশ কিছু নামীদামি স্কুলে ঘটেছে ঘৃণ্য, নক্কারজনক এই ঘটনা! বাস্তব এই ঘটনাকে কেন্দ্র করে ছবি বানাচ্ছেন সুজিত পাল। নাম- 'আমার প্রতিবাদ'। মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা পাল, মনোজ মিত্র। শুটিং চলছে পুরোদমে।

#কলকাতা: স্কুলে বাচ্চারা যৌন হেনস্থার শিকার ! কারা করছেন? উত্তর--  কখনও স্কুলের শিক্ষক, কখনও বা স্কুলের কোনও কর্মচারী!  বিগত কয়েক মাসে কলকাতার বেশ কিছু নামীদামি স্কুলে ঘটেছে ঘৃণ্য, নক্কারজনক এই ঘটনা! বাস্তব এই ঘটনাকে কেন্দ্র করে ছবি বানাচ্ছেন সুজিত পাল। নাম- 'আমার প্রতিবাদ'। মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা পাল, মনোজ মিত্র। শুটিং চলছে পুরোদমে।
অর্পিতার কাছ থেকে জানা গেল,  '' আমায় এখানে একজন উকিলের চরিত্রে দেখা যাবে। অভিনেতা নয়, মনুষ্যত্বের দিক থেকে এই ছবিটা করার তাগিদ অনুভব করেছিলাম। আমার বিরোধী উকিলের চরিত্রে অভিনয় করছেন মনোজ মিত্র। এটা বিশাল একটা চ্যালেঞ্জ!''
advertisement
advertisement
পরিচালকের ভাষায়, '' আমি কে কালপ্রিট আর কে ভিকটিম, তা খুঁজতে চাই না! কতগুলো প্রশ্নর উত্তর জানতে চাই! যেমন,  স্কুলগুলো কী নিয়ে বেশি চিন্তিত? নিজেদের ইমেজ না বাচ্চাদের নিরাপত্তা? মিডিয়া তো খবর করে চলে যায়, কিন্তু ভিকটিম-কে সারাজীবন বাস্তবের সঙ্গে লড়াই করতে হয়। মোদ্যা কথা হল-- সিস্টেমকে পালটাতে হবে।''
advertisement
ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা পাল, মনোজ মিত্র'র পাশাপাশি রয়েছেন অঞ্জনা বসু, জয় সেনগুপ্ত, অর্পিতা মুখোপাধ্যায়, শঙ্কর দেবনাথ, দেবলীনা কুমার, বিশ্বজিৎ চক্রবর্তী।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্কুলে বাচ্চাদের যৌন হেনস্থাকে কেন্দ্র করে ছবি, মুখ্য চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়, অর্পিতা, মনোজ মিত্র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement