স্তব্ধ টলিপাড়া, বন্ধ বাংলা সিরিয়ালের শুটিং

Last Updated:
#কলকাতা: থমথমে টলিপাড়া ! খাঁ-খাঁ করছে শুটিং ফ্লোর ! থমকে গিয়েছে ব্যস্ততা! শোনা যাচ্ছে না সেই পরিচিত ডাক--''লাইট-ক্যামেরা-অ্যাকশন!''
ফের শুটিং বন্ধ হয়ে গেল টলিপাড়ায় ! প্রযোজক আর আর্টিস্ট ফোরাম মধ্যে বিবাদের জেরে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ রেখেছেন প্রযোজকরা।
গত মাসেই বাংলা সিরিয়ালের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যদের বিক্ষোভের জেরে অচল হয়ে পড়েছিল টলিপাড়া! ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনেক দিন ধরেই বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পীরা তাঁদের নানা সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা করতে চাইছেন। কিন্তু প্রযোজকেরা সেসব কথায় কান দিচ্ছেন না। আলোচনায় বসতেও রাজি হচ্ছেন না। তাই বাধ্য হয়েই ধর্মঘট শুরু করেছেন শিল্পীরা। তাঁদের ক্ষোভের কারণ ছিল-- শুটিংয়ের কোনও নির্দিষ্ট সময় বাঁধা নেই। রাতের শিফটে কাজ করে বাড়ি ফিরে পরের দিন ভোরবেলাই হাজির হতে হয় স্টুডিওতে। গাড়ি না থাকায় বাড়ি ফিরতেও অসুবিধা হয়! এই সমস্যা দু-একদিনের নয়! লাগাতার এমনটাই হয়ে চলেছে! একাধিকবার ফেডারেশনকে জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্তব্ধ টলিপাড়া, বন্ধ বাংলা সিরিয়ালের শুটিং
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement