স্তব্ধ টলিপাড়া, বন্ধ বাংলা সিরিয়ালের শুটিং

Last Updated:
#কলকাতা: থমথমে টলিপাড়া ! খাঁ-খাঁ করছে শুটিং ফ্লোর ! থমকে গিয়েছে ব্যস্ততা! শোনা যাচ্ছে না সেই পরিচিত ডাক--''লাইট-ক্যামেরা-অ্যাকশন!''
ফের শুটিং বন্ধ হয়ে গেল টলিপাড়ায় ! প্রযোজক আর আর্টিস্ট ফোরাম মধ্যে বিবাদের জেরে সমস্ত সিরিয়ালের শুটিং বন্ধ রেখেছেন প্রযোজকরা।
গত মাসেই বাংলা সিরিয়ালের শিল্পী সংগঠন বা আর্টিস্ট ফোরামের সদস্যদের বিক্ষোভের জেরে অচল হয়ে পড়েছিল টলিপাড়া! ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল, অনেক দিন ধরেই বাংলা সিরিয়ালের সঙ্গে যুক্ত শিল্পীরা তাঁদের নানা সমস্যা নিয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা করতে চাইছেন। কিন্তু প্রযোজকেরা সেসব কথায় কান দিচ্ছেন না। আলোচনায় বসতেও রাজি হচ্ছেন না। তাই বাধ্য হয়েই ধর্মঘট শুরু করেছেন শিল্পীরা। তাঁদের ক্ষোভের কারণ ছিল-- শুটিংয়ের কোনও নির্দিষ্ট সময় বাঁধা নেই। রাতের শিফটে কাজ করে বাড়ি ফিরে পরের দিন ভোরবেলাই হাজির হতে হয় স্টুডিওতে। গাড়ি না থাকায় বাড়ি ফিরতেও অসুবিধা হয়! এই সমস্যা দু-একদিনের নয়! লাগাতার এমনটাই হয়ে চলেছে! একাধিকবার ফেডারেশনকে জানিয়েও কোনও লাভ হয়নি।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্তব্ধ টলিপাড়া, বন্ধ বাংলা সিরিয়ালের শুটিং
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement