Silajit Majumdar Interview: ‘মেয়েরা আমার গান একটু কম ভালবাসে’, কেন? সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন শিলাজিৎ
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Silajit Majumdar Interview: সেই প্রশ্ন উঠতেই শিলাজিৎ বলে ওঠেন, তাঁর গান নাকি মেয়েরা তেমন শোনেননা, শোনেন ছেলেরা৷
কলকাতা: তিনি সবসময়েই বিস্ফোরক৷ সব সময়েই তাঁর কথাতে কোনও না কোনও বিতর্ক তৈরি হয়৷ তবে যুগন্ধর সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার রসিকও বটে৷ তাঁর মন্তব্যে সবসময় থাকে বুদ্ধিদীপ্ততার ছাপ৷ গানের ইতিহাসে তিনি একজন চালিয়ে খেলা ব্যাটসম্যানের মতো ঝোড়ো, জীবনের প্রশ্নেও তেমনই৷ সম্প্রতি নিউজ ১৮ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিলাজিৎ কথা বললেন তাঁর গানের ভক্তদের নিয়ে৷ কী বললেন তিনি?
প্রশ্ন উঠেছিল শিলাজিতের গানের ভক্তদের নিয়ে৷ সেই প্রশ্ন উঠতেই শিলাজিৎ বলে ওঠেন, তাঁর গান নাকি মেয়েরা তেমন শোনেন না, শোনেন ছেলেরা৷ তা হলে কী আলাদা করে কোনও সমীক্ষা করেছেন শিলাজিৎ, তাঁর ভক্তদের লিঙ্গ পরিচয় নিয়ে?
advertisement
শিলাজিৎ বললেন, ‘‘হ্যাঁ, বলতে পারেন, এটা আমার নিজস্ব সমীক্ষা৷ আমি দেখেছি, আমার গান ছেলেরা বেশি শোনেন, মেয়েরা শোনেন না৷ আর যদিও বা মেয়েরা শোনেন, তা হলে দেখা যাবে সেই মহিলা শ্রোতাকে শুনিয়েছেন তাঁরা বাবা অথবা বয়ফ্রেন্ড অথবা বর৷ এমনটা অসংখ্যবার আমি দেখেছি৷ আমি জানি না, মেয়েরা কেন আমাকে গানের জন্য পছন্দ করেন না, অন্য কিছুর জন্য করেন৷’’
advertisement
শিলাজিৎ এই প্রসঙ্গে আরও বলেন, ‘‘আমার একটি ঘটনার কথা মনে পড়ছে৷ আমি এমনিতে ফেসবুকের মেসেঞ্জারে অ্যাক্টিভ, শ্রোতা-সাধারণ মানুষকে আমি বিভিন্ন প্রশ্নের জবাব দি৷ একদিন একটি মেয়ে আমাকে মেসেঞ্জারে আমার গানের বিষয় (উড়তে চেয়েছিলাম) তাঁর বাড়িতে টাঙানো একটি পোস্টারের ছবি তুলে পাঠান৷ আমি সেটি দেখে বলেছিলাম, এটা কী আপনার বয়ফ্রেন্ডের বাড়ির ছবি? সে মেয়েটি আমাকে বলেছিল, না, না, এটি আমার বাড়ির ছবি, আমার বাড়িতে এই পোস্টার টাঙানো৷ আমি অবাক হয়েছিলাম শুনে যে ওই বয়সের একটি মেয়ে উড়তে চেয়েছিলাম গানটি শুনছে৷’’
advertisement
সোশ্যাল মিডিয়া নিয়ে পরে অবশ্য আরও বিস্তারিত মত প্রকাশ করেছেন শিলাজিৎ৷ তিনি বলেছেন, ফেসবুকে নানারকম বিষয় নিয়ে সময়কাটাতে তাঁর ভালই লাগে৷ ইতিমধ্যে মুক্তি পেয়েছে শিলাজিৎ অভিনীত ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘নীহারিকা’৷ দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবিটি উচ্চ-প্রশংসিত হয়েছে৷ পাশাপাশি, বাঙালি সিনেমা মহলেও উচ্চ-সমাদর পাচ্ছে ছবিটি৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2023 7:40 PM IST