Silajit Majumdar Interview: ‘মেয়েরা আমার গান একটু কম ভালবাসে’, কেন? সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন শিলাজিৎ

Last Updated:

Silajit Majumdar Interview: সেই প্রশ্ন উঠতেই শিলাজিৎ বলে ওঠেন, তাঁর গান নাকি মেয়েরা তেমন শোনেননা, শোনেন ছেলেরা৷

শিলজিতের ফেসবুক পেজ থেকে পাওয়া একটি ছবি
শিলজিতের ফেসবুক পেজ থেকে পাওয়া একটি ছবি
কলকাতা: তিনি সবসময়েই বিস্ফোরক৷ সব সময়েই তাঁর কথাতে কোনও না কোনও বিতর্ক তৈরি হয়৷ তবে যুগন্ধর সঙ্গীতশিল্পী শিলাজিৎ মজুমদার রসিকও বটে৷ তাঁর মন্তব্যে সবসময় থাকে বুদ্ধিদীপ্ততার ছাপ৷ গানের ইতিহাসে তিনি একজন চালিয়ে খেলা ব্যাটসম্যানের মতো ঝোড়ো, জীবনের প্রশ্নেও তেমনই৷ সম্প্রতি নিউজ ১৮ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিলাজিৎ কথা বললেন তাঁর গানের ভক্তদের নিয়ে৷ কী বললেন তিনি?
প্রশ্ন উঠেছিল শিলাজিতের গানের ভক্তদের নিয়ে৷ সেই প্রশ্ন উঠতেই শিলাজিৎ বলে ওঠেন, তাঁর গান নাকি মেয়েরা তেমন শোনেন না, শোনেন ছেলেরা৷ তা হলে কী আলাদা করে কোনও সমীক্ষা করেছেন শিলাজিৎ, তাঁর ভক্তদের লিঙ্গ পরিচয় নিয়ে?
advertisement
শিলাজিৎ বললেন, ‘‘হ্যাঁ, বলতে পারেন, এটা আমার নিজস্ব সমীক্ষা৷ আমি দেখেছি, আমার গান ছেলেরা বেশি শোনেন, মেয়েরা শোনেন না৷ আর যদিও বা মেয়েরা শোনেন, তা হলে দেখা যাবে সেই মহিলা শ্রোতাকে শুনিয়েছেন তাঁরা বাবা অথবা বয়ফ্রেন্ড অথবা বর৷ এমনটা অসংখ্যবার আমি দেখেছি৷ আমি জানি না, মেয়েরা কেন আমাকে গানের জন্য পছন্দ করেন না, অন্য কিছুর জন্য করেন৷’’
advertisement
শিলাজিৎ এই প্রসঙ্গে আরও বলেন, ‘‘আমার একটি ঘটনার কথা মনে পড়ছে৷ আমি এমনিতে ফেসবুকের মেসেঞ্জারে অ্যাক্টিভ, শ্রোতা-সাধারণ মানুষকে আমি বিভিন্ন প্রশ্নের জবাব দি৷ একদিন একটি মেয়ে আমাকে মেসেঞ্জারে আমার গানের বিষয় (উড়তে চেয়েছিলাম) তাঁর বাড়িতে টাঙানো একটি পোস্টারের ছবি তুলে পাঠান৷ আমি সেটি দেখে বলেছিলাম, এটা কী আপনার বয়ফ্রেন্ডের বাড়ির ছবি? সে মেয়েটি আমাকে বলেছিল, না, না, এটি আমার বাড়ির ছবি, আমার বাড়িতে এই পোস্টার টাঙানো৷ আমি অবাক হয়েছিলাম শুনে যে ওই বয়সের একটি মেয়ে উড়তে চেয়েছিলাম গানটি শুনছে৷’’
advertisement
সোশ্যাল মিডিয়া নিয়ে পরে অবশ্য আরও বিস্তারিত মত প্রকাশ করেছেন শিলাজিৎ৷ তিনি বলেছেন, ফেসবুকে নানারকম বিষয় নিয়ে সময়কাটাতে তাঁর ভালই লাগে৷ ইতিমধ্যে মুক্তি পেয়েছে শিলাজিৎ অভিনীত ইন্দ্রাশিস আচার্যের ছবি ‘নীহারিকা’৷ দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে এই ছবিটি উচ্চ-প্রশংসিত হয়েছে৷ পাশাপাশি, বাঙালি সিনেমা মহলেও উচ্চ-সমাদর পাচ্ছে ছবিটি৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Silajit Majumdar Interview: ‘মেয়েরা আমার গান একটু কম ভালবাসে’, কেন? সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন শিলাজিৎ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement