৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন 'শেরি সিং'
- Published by:Rachana Majumder
- Reported by:Trending Desk
Last Updated:
ন' বছর বিবাহিত এবং এক ছোট ছেলের মা শেরি সিং জয়ের পর বলেন, 'এই জয় শুধু আমার নয়, এটি প্রতিটি নারীর যাঁরা সীমা ছাড়িয়ে স্বপ্ন দেখার সাহস করেন।'
৪৮ বছরের মধ্যে এই প্রথম মিসেস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে ফেললেন শেরি সিং। ফিলিপাইনের ম্যানিলার ওকাদায় অনুষ্ঠিত ৪৮তম প্রতিযোগিতায় তিনি বিশ্ব জুড়ে ১২০ জনেরও বেশি নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করলেন। ন’ বছর বিবাহিত এবং এক ছোট ছেলের মা শেরি সিং জয়ের পর বলেন, ‘এই জয় শুধু আমার নয়, এটি প্রতিটি নারীর যাঁরা সীমা ছাড়িয়ে স্বপ্ন দেখার সাহস করেন।’
অনলাইনে শেয়ার করা ভিডিওগুলিতে দেখা যাচ্ছে যে তাঁর নাম ঘোষণার সময় শেরি সিং স্পষ্টতই আবেগপ্রবণ হয়ে পড়েন! শেরি সিং-এর পরামর্শদাতা, ইউএমবি পেজেন্টসের জাতীয় পরিচালক উর্মিমালা বড়ুয়া শেরির প্রশংসা করে বলেন, ‘আমরা সবসময় শেরির সম্ভাবনায় বিশ্বাস করেছিলাম। তাঁর ঐতিহাসিক জয় ভারতকে গর্বিত করেছে এবং মর্যাদা ও আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দেশের প্রতিনিধিত্ব করতে ইচ্ছুক প্রতিটি মহিলার জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে।’
advertisement
ইউএমবি পেজেন্টস এক বিবৃতিতে লিখেছে, ‘ইতিহাস তৈরি হয়েছে। দীর্ঘ ৪৮ বছর পর অবশেষে মিসেস ইউনিভার্সের মুকুট ঘরে ফিরে এসেছে। ভারতের শেরি সিং, যিনি ২০২৫ সালের মিসেস ইউনিভার্সের মুকুট পরেছেন, তিনি তাঁর করুণা, শক্তি এবং অধ্যবসায় দিয়ে আমাদের জাতির জন্য গৌরব বয়ে এনেছেন। প্রতিটি ভারতীয় এবং সমগ্র ইউএমবি পেজেন্টস পরিবারের জন্য একটি গর্বের মুহূর্ত, যারা আবারও বিশ্ব মঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ভারতে মুকুটটি তার প্রাপ্য স্থানে ফিরে এসেছে।’
advertisement
advertisement
শেরির সোশ্যাল মিডিয়া প্রেজেন্সও বেশ ভাল। ইনস্টাগ্রামে তাঁর প্রায় ২৫,০০০ ফলোয়ার রয়েছে যেখানে তিনি ফ্যাশন লুক, ফিটনেস টিপস এবং তাঁর ব্যক্তিগত ও আধ্যাত্মিক জীবনের ঝলক শেয়ার করেন। ভগবান কৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত শেরি প্রায়শই নিজের আধ্যাত্মিক যাত্রা সম্পর্কে মনের কথা শেয়ার করেন। দ্য ডেইলি গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, শেরি সিং ফ্যাশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 13, 2025 11:25 AM IST