হোম /খবর /বিনোদন /
'চারজনের নাম বলতে পারি...', বলিউডের দলাদলি নিয়ে শেখরের মন্তব্যে আঁতকে উঠবেন

Shekhar Suman: 'চারজনের নাম বলতে পারি...', বলিউডের দলাদলি নিয়ে শেখরের মন্তব্যে আঁতকে উঠবেন

Shekhar Suman: দিন কয়েক আগেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, বলিউডে তাঁকে কী ভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল। বলিউডে কাজ পেতেন না তিনি। এ বার এই বিষয়ে মুখ খুললেন শেখর সুমন।

  • Share this:

মুম্বই: বলিউডে দলাদলি, স্বজনপোষণের অভিযোগ নতুন কিছু নয়। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ রাজনীতির কারণে নাকি অনেকেরই কেরিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝেমধ্যেই এ হেন অভিযোগ আনতে দেখা যায় বলিউড-তারকাদের। দিন কয়েক আগেই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জানিয়েছিলেন, বলিউডে তাঁকে কী ভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল। বলিউডে কাজ পেতেন না তিনি। এ বার এই বিষয়ে মুখ খুললেন শেখর সুমন।

প্রিয়াঙ্কার অভিজ্ঞতা প্রকাশ্যে আসতেই তাঁর সুরে কথা বললেন শেখর। ট্যুইট করে জানালেন, বলিউডে তিনি এমন চারজনের নাম বলতে পারেন, যাঁরা তাঁকে এবং তাঁর ছেলে অধ্যয়নকে ইন্ডাস্ট্রি থেকে বার করে দেওয়ার চেষ্টা করেছেন।

অভিনেতা বলেন, 'প্রিয়াঙ্কার চাঞ্চল্যকর কথা শুনে আমি একটুও অবাক হইনি। ইন্ডাস্ট্রিতে কুচক্রীরা কী ভাবে রাজত্ব চালায়, তা সকলেরই জানা। তুমি শেষ না হয়ে যাওয়া পর্যন্ত ওরা তোমাকে কোণঠাসা করবে, নির্যাতন করবে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গেও এ রকম হয়েছিল।'

আরও পড়ুন: মোহরকে নিয়ে নতুন সংসার প্রাক্তন দুর্নিবারের! আচমকাই মীনাক্ষীর পোস্টে মৃত্যুর কথা

আরও পড়ুন: পার করে দিলেন সব সীমা! ত্বকের রংয়ের অন্তর্বাস, সবুজ জালে ধরা দিলেন উরফি জাভেদ

এখানেই থেমে থাকেননি শেখর। নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান তিনি। লেখেন, 'চার জনকে চিনি যারা দল পাকিয়ে আমাকে আর অধ্যয়নকে ইন্ডাস্ট্রি থেকে বার করার চেষ্টা করেছে। এটা আমি নিশ্চিত ভাবে জানি।'

 

শেখরের কথায়, এ ধরনের 'গ্যাংস্টার'রা বিষধর সাপের থেকেও ভয়ঙ্কর। কিন্তু অভিনেতা মনে করেন, সেই ধরনের মানুষরা বাধা সৃষ্টি করার চেষ্টা করলেও তারা কাউকে দমিয়ে রাখতে পারে না।

Published by:Sanchari Kar
First published:

Tags: Bollywood, Shekhar Suman