'কাঁদলে সবাই দুর্বল ভাবে', সিদ্ধার্থ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন শেহনাজ

Last Updated:

Shehnaaz Gill : বেশ কিছুদিন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। অবশেষে সেই সব নিয়েই কথা বললেন শেহনাজ।

'কাঁদলে সবাই দুর্বল ভাবে', সিদ্ধার্থ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন শেহনাজ
'কাঁদলে সবাই দুর্বল ভাবে', সিদ্ধার্থ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন শেহনাজ
#মুম্বই: অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরে ঠিক কতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন, অবশেষে তা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা গায়িকা শেহনাজ গিল। ২০২১ এর ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থের। সেই সময়ে ভেঙে পড়েছিলেন শেহনাজ। বেশ কিছুদিন সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন তিনি। অবশেষে সেই সব নিয়েই কথা বললেন শেহনাজ।
এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শেহনাজ বলছেন, "দুনিয়ার সামনে কাঁদলে, লোকে বলবে সহানুভূতি চাইছি। লোকজন দুর্বল মনে করবে যা আমি নিজেকে কখনওই প্রমাণ করতে চাই না। তবে আমি আমার আবেগ লুরিয়ে রাখার চেষ্টা করিনি। আমি বিষয়টা নিজে সামলেছি আর এখন আমি একদম ঠিক আছি।"
সিদ্ধার্থের শোক থেকে বেরিয়ে এসে নিজের চেনা ছন্দে ফেরার জন্যও ট্রোলড হয়েছেন শেহনাজ। একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায়, শেহনাজ হাসছেন ও নাচছেন। সেই ভিডিওটি দেখে নেটিজেন তীব্র আক্রমণ করেন শেহনাজকে। তবে নিজের কাজে ফেরার আগে একটি মিউজিক ভিডিওর মাধ্যমে সিদ্ধার্থকে শ্রদ্ধা জানান পাঞ্জাবি অভিনেত্রী।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রসঙ্গত, বিগবস ১৩-র সময় থেকে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে সম্পর্ক শেহনাজের। সেই সম্পর্ক থেকে যায় শোয়ের বাইরেও। যদিও প্রকাশ্যে নিজেদের ভালো বন্ধু বলেই তাঁরা পরিচয় দিতেন। বিগবসের ঘর থেকে শেহনাজ ও সিদ্ধার্থকে একসঙ্গে ভক্তরা সিদনাজ বলে ডাকতেন। দুজনের রসায়ন পছন্দ ছিল ভক্তদের।
advertisement
উল্লেখ্য, শেহনাজ এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত। সলমন খানের ছবি কভি ইদ কভি দিওয়ালি-তে তাঁর অভিনয় করার কথা। যদিও শোনা যাচ্ছে, তিনি ছবি থেকে বাদ পড়েছেন। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা চলছে। এও শোনা যাচ্ছে সলমন খানের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে শেহনাজের। তবে সত্যিটা কী তা সময়ই বলতে পারবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'কাঁদলে সবাই দুর্বল ভাবে', সিদ্ধার্থ প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন শেহনাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement