Shefali Jariwala Postmortem Report: ঠিক 'এটাই' 'কাঁটালাগা গার্ল' শেফালির মৃ*ত্যুর আসল কারণ! অবশেষে হাতে এল ময়না তদন্তের রিপোর্ট, ডাক্তাররা জানালেন 'গোপন' সত্যি
- Published by:Shubhagata Dey
Last Updated:
Shefali Jariwala Postmortem Report: শেফালি জরিওয়ালা মৃত্যু মামলায় নয়া তথ্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সামনে এসেছে। দ্রুত রক্তচাপ কমে যাওয়া এবং হার্ট অ্যাটাকে মৃত্যু, এমনই উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, ২৭ জুন রাতে শেফালি জরিওয়ালা মারা যান।
নয়াদিল্লিঃ শেফালি জরিওয়ালা মৃত্যু মামলায় নয়া তথ্য। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ সামনে এসেছে। দ্রুত রক্তচাপ কমে যাওয়া এবং হার্ট অ্যাটাকে মৃত্যু, এমনই উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, ২৭ জুন রাতে শেফালি জরিওয়ালা মারা যান। সেদিন তাঁর বাড়িতে একটি পুজো ছিল এবং সারাদিন উপোস করছিলেন।
সারাদিন উপোস করে রাতের খাবার যখন খেতে বসেন, সেই সময় অজ্ঞান হয়ে যান শেফালি। সারাদিন না খাওয়ার পরেও সেদিন রাতে শেফালি রোজের মতো অ্যান্টি এজিংয়ের ইঞ্জেকশনও নেন। শেফালি বহু বছর ধরে বয়স কমানোর চিকিৎসা করাছছেম। ফলে চিকিৎসকের পরামর্শে তাঁকে ওষুধ খেতে হয়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সারাদিন না খাওয়ার পরেও সেই কড়া ডোজের ওষুধ খান, তারপরেই অসুস্থ হয়ে পড়েন।
advertisement
advertisement
advertisement
২৭ জুন রাতে শেফালীর শারিরিক অবস্থার হঠাৎ অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। হাসপাতালে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় শেফালির স্বামী পরাগ ত্যাগী মা এবং আরও কয়েকজন সদস্য বাড়িতে উপস্থিত ছিলেন। ফরেনসিক দল তাঁর বাড়ি থেকে ‘অ্যান্টি এজিং’ ওষুধের শিশি, ভিটামিন সাপ্লিমেন্ট, গ্যাস্ট্রিক বা গ্যাসের ট্যাবলেট-সহ বিভিন্ন ধরনের ওষুধ বাজেয়াপ্ত করেছে।
advertisement
অন্যদিকে, শেফালি জরিওয়ালা মৃত্যু মামলার লাগাতার তদন্ত চালাচ্ছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় পরিবারের সদস্য, গৃহকর্মী এবং বেলভিউ হাসপাতালের এক চিকিৎসক-সহ আটজনের বয়ান রেকর্ড করেছে পুলিশ, তদন্ত চলছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 30, 2025 10:52 AM IST