Snake Viral News: ৪০ বিষাক্ত সাপের সঙ্গে সহবাস! ঘুম, খাওয়া, শোওয়া সবই তাদের সঙ্গেই! পেশায় ইঞ্জিনিয়ার 'নাগরক্ষক' রাকেশকে চিনুন, অবাক করবে

Last Updated:

Snake Viral News: বেগুসরাইয়ের ছোট্ট গ্রামের ছেলে রাকেশ কুমার, যিনি একসময় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এখন তিনি সাপের জগতে এতটাই মগ্ন যে স্থানীয়রা তাঁকে 'নাগরাজ' রক্ষাকর্তা বলতে শুরু করেছে। রাকেশের বাড়িতে ৪০টি জীবন্ত সাপ রয়েছে, যার মধ্যে কিছু অত্যন্ত বিষধর, কিছু অজগর এবং কিছু বিষহীন সাপও (হর্সনেক সাপ)।

News18
News18
বেগুসরাই: বিহারের বেগুসরাইয়ের ছোট্ট গ্রামের ছেলে রাকেশ কুমার, যিনি একসময় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, এখন তিনি সাপের জগতে এতটাই মগ্ন যে স্থানীয়রা তাঁকে ‘নাগরাজ’ রক্ষাকর্তা বলতে শুরু করেছে। রাকেশের বাড়িতে ৪০টি জীবন্ত সাপ রয়েছে, যার মধ্যে কিছু অত্যন্ত বিষধর, কিছু অজগর এবং কিছু বিষহীন সাপও (হর্সনেক সাপ)। বেগুসরাই, খাগারিয়া বা মুঙ্গেরের কোথাও সাপ বেরলেই মানুষ রাকেশকে ডেকে পাঠান। রাকেশের এই গল্প কোনও সিনেমার থেকে কম নয়। জানুন কে এই রাকেশ…
রাকেশ ভগত নামেই মানুষ চেনে এই যুবককে। বিহারের বেগুসরাই জেলার মহিপাতল হারদিয়া গ্রামের বাসিন্দা রাকেশ কুমার ‘নাগরক্ষক’ নামে পরিচিত। পড়াশোনার ফাঁকে একদিন তিনি অনুভব করেন, এক অদৃশ্য শক্তি তার সঙ্গে রয়েছে। রাকেশের কাকার শরীর খারাপ ছিল এবং মানুষ ভগতের কাছে চিকিৎসার জন্য যেত, অনেকেই তাঁর কাকাকে বলতেন আপনার চিন্তা নেই, কারণ আপনার বাড়িতে ভাইপো ভগত রয়েছে। ধীরে ধীরে তিনি বুঝতে পারেন তিনি ভগবানের বিশেষ ভক্ত। এই গল্পটা একটু ফিল্মি মনে হলেও, সত্যি।
advertisement
আরও পড়ুনঃ বাথরুম করার সময় ‘এই’ সমস্যা হচ্ছে? এটিই মূত্রাশয় ক্যানসারের প্রথম উপসর্গ! আজই ডাক্তার দেখান
সাধারণ গ্রামবাসীদের দাবি, রাকেশ সাপেদের সঙ্গে কথা বলে। তাদের স্পর্শ করুন। কোনও ভয় ছাড়াই তাদের সঙ্গে খেলাও করেন। গ্রামের শিশুদের জন্য এটা একটা অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয়, বয়স্কদের জন্য এটা বিশ্বাসের ব্যাপার। আবার কারও কাছে এটা একটা রহস্য। রাকেশ তার কিছু সহকর্মী গ্রামবাসীকে কীভাবে সাপ ধরতে হয় এবং তাদের সাপুড়ের কাজে সহায়তা করতে হয় তাও শিখিয়েছেন। রাকেশের দাবি, তিনি ৪০টি বিষধর সাপ রেখেছেন তাঁর কাছে, গ্রামবাসীরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্যামেরার সামনে গ্রামবাসীদের সামনে মাত্র চারটি সাপ দেখানোর অনুমতি দিয়েছেন তিনি। যাতে নিরাপত্তার দিকে খেয়াল রাখা যায়।
advertisement
advertisement
রাকেশ জানান, সাপ ধরার সময় সাপও অনেক সময় কামড়ায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তাতে তাদের কিছুই হয় না। বেগুসরাই, খাগারিয়া এবং মুঙ্গের জেলার কোথাও কোনও সাপ দেখা গেলেই, রাকেশকে ডাকা হয়। তিনি শুধু নিরাপদেই সাপ ধরতে পারেন না, তাদের নিরাপদে জঙ্গলে ছেড়েও দিয়ে আসেন। এর পরেও তিনি নিজেকে সাপুড় মনে করেন না। মানুষের হাত থেকে সাপকে বাঁচানোই রাকেশের লক্ষ্য। তিনি বলেন, “মানুষ সাপকে যতটা ভয় পায়, ততটাই ভয় পায়। সাপও মানুষকে সমানভাবে ভয় পায়।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Snake Viral News: ৪০ বিষাক্ত সাপের সঙ্গে সহবাস! ঘুম, খাওয়া, শোওয়া সবই তাদের সঙ্গেই! পেশায় ইঞ্জিনিয়ার 'নাগরক্ষক' রাকেশকে চিনুন, অবাক করবে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement