তুনিশা আত্মঘাতী হয়েছে, আপনি চান আমার ছেলেও আত্মহত্যা করুক? বিস্ফোরক সিজানের মা

Last Updated:

সিজানের মায়ের কথায়, ''আমিও বিচার চাই কারণ সে আমারও মেয়ের মতোই ছিল। তুনিশা আমার ছোট মেয়ের মতো। সে তো চলে গেল। অন্য দিকে আমার ছেলে। যে কিনা নির্দেষ, তাও সে জেলে।''

#মুম্বই: গত শনিবার 'আলি বাবা: দাস্তান-এ-কবুল' ধারাবাহিকের মেকআপ রুম থেকে উদ্ধার হয়েছে ২০ বছরের অভিনেত্রী তুনিশা শর্মার নিথর দেহ। পুলিশ সূত্রে খবর, ওয়াশরুমে গিয়েছিলেন নায়িকা, তার পর অনেকক্ষণ না বেরোলে দরজা ভেঙে মেকআপ রুমে ঢোকা হয়। সেখানেই ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ মেলে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিনেত্রী আত্মঘাতী হয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ হওয়ার ফলেই মৃত্যু হয়েছে তুনিশার। তার পর থেকে মৃত্যুতদন্ত চলাকালীন বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে।
তুনিশার মা ইতিমধ্যে ধারাবাহিকের আর এক অভিনেতা সিজান খানের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেছেন। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রয়াত নায়িকার প্রাক্তন প্রেমিক সিজানকে। আপাতত ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে তিনি।
advertisement
advertisement
প্রয়াত নায়িকার মা দাবি করেছিলেন, সিজান নাকি সেটে বসেই মাদক সেবন করতেন। সেই প্রসঙ্গে সোমবারের সাংবাদিক সম্মেলনে সিজানের মা এবং বোনেরা জানান, অভিনেতা কোনও দিন মাদক সেবন করেননি। এবং পুলিশ ইতিমধ্যে সেই দিকে তদন্ত করছে।
সিজানের বোন ফালাক নাজের দাবি, সিজান-তুনিশার সম্পর্ক খুবই ভাল ছিল। তাঁদের মধ্যে বোঝাপড়া ছিল। অভিনেত্রীর তির উল্টে তুনিশার মায়ের দিকে। তিনি জানান, তুনিশার মা নাকি সিজানের সঙ্গে তাঁর মেয়ের সম্পর্ক মেনে নেননি। আর তাই তুনিশার মন খারাপ ছিল।
advertisement
সিজানের মা শাফাক নাজ বললেন, ''তুনিশার মা দাবি করেছেন, আমার ছেলে তুনিশাকে থাপ্পড় মেরেছে। যদি আপনার সন্তানকে এভাবে মারধর করা হয়, তাও আপনি চুপ করে বসে থাকবেন নাকি! এমন যদি আমার সন্তানকে কেউ এভাবে হেনস্থা করত, মা হয়ে আমি বসে থাকতাম না! এরকম কিছু হলে উনি আমাকে ফোনে বলতে পারতেন না? কথা তো হত আমাদের। আমাদের বাড়ি এসে সিজানকে থাপ্পড় মারতে পারতেন না? কিসের অপেক্ষা করছিলেন? তুনিশার এই পদক্ষেপের? এসব অভিযোগ না তুলে ওনার উচিত, কেন এই পদক্ষেপ করল, সেটা খুঁজে দেখা। সত্যিটা সামনে আসা দরকার। একজন মা এটা কী করে করতে পারেন? আমিও বিচার চাই কারণ সে আমারও মেয়ের মতোই ছিল। তুনিশা আমার ছোট মেয়ের মতো। সে তো চলে গেল। অন্য দিকে আমার ছেলে। যে কিনা নির্দেষ, তাও সে জেলে। বনিতা (তুনিশার মা) ওর পিছনে পড়েছে।''
advertisement
এর পরই বনিতাকে উদ্দেশ্য করে শাফাক প্রশ্ন করেন, ''আপনি কী চান বনিতাজি? আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আপনি কি চান আমার ছেলেও করুক? আপনি ওকে মানসিক ভাবে হেনস্থা করছেন!''
বাংলা খবর/ খবর/বিনোদন/
তুনিশা আত্মঘাতী হয়েছে, আপনি চান আমার ছেলেও আত্মহত্যা করুক? বিস্ফোরক সিজানের মা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement