‘‘বিবাহিত মহিলাদের জীবন কেমন হয় জানিনা’’-কেন এমন বললেন বিরাট ঘরণী
Last Updated:
অনুষ্কা শর্মার আক্ষেপ বউদের জীবন কেমন হয় তা নাকি তিনি জানেন না
#: বিরাট কোহলি ইংল্যান্ডে ব্যস্ত রয়েছেন ৷ অন্যদিকে স্ত্রী অনুষ্কার পরের ছবি-র প্রমোশন শুরু হয়ে গেছে ৷ ‘সুই-ধাগা-মেড ইন ইন্ডিয়া’ ছবি র ট্রেলরও লঞ্চ হয়েছে ৷
দম লাগা কে হাই শা-র ডিরেক্টর শরত কাটারিয়া -র পরের ছবিতে একেবারে নয়া লুকে লেন্সে ধরা দিয়েছেন ডি গ্ল্যাম অনুষ্কা শর্মা ৷ নিজের চেঞ্জ লুকের জন্য স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী অনুষ্কা ৷ জানিয়েছেন, ‘‘ আমি অভিনেতা হিসেবে সবসময়েই নিজেকে চ্যালেঞ্জের সামনে রাখি ৷ কিন্তু এই রোলের জন্য নিজেকে অন্য মাত্রায় নিয়ে যেতে হত ৷ তাই প্রাথমিকভাবে আমি ভয় পেয়েছিলাম ৷ কিন্তু মণীশ ও শরত আমায় বিশ্বাস যোগায় যে আমি এটা করতে পারব ৷ ’’
advertisement
advertisement
এদিকে শুধু এটাই নয় ৷ পেশাগত জীবনে বিরাট ও তাঁর ব্যস্ততা এতটাই বেশি যে তাঁরা একসঙ্গে সময় কাটাতে পারেন না ৷ অনুষ্কা বলেছেন , ‘‘ আমি ১৫ বছর বয়স থেকে কাজ শুরু করেছি ৷ এখনও কাজ করছি ৷ কিন্তু ঘরের বউ হিসেবে এরকমভাবে নিজেক ভাবা কখনও করিনি ৷ ঘরের বউয়ের এই অনুভূতিটা আমার খুব একটা নেই ৷ আসলে বিয়ের পর আমার স্বামী বিরাটের সঙ্গেও খুব বেশি সময় থাকতে পারিনি ৷ ’’
Location :
First Published :
August 14, 2018 3:14 PM IST