corona virus btn
corona virus btn
Loading

মুম্বইয়ে বৃষ্টি, শশী কাপুরের শেষযাত্রায় সামিল বলিউড

মুম্বইয়ে বৃষ্টি, শশী কাপুরের শেষযাত্রায় সামিল বলিউড

পর্দার নায়ক ৷ বাস্তবের দ্য জেন্টারম্যান ৷ কলকাতার সূত্র ধরে সে তো ঘরের ছেলে ৷

  • Share this:

#মুম্বই: পর্দার নায়ক ৷ বাস্তবের দ্য জেন্টারম্যান ৷ কলকাতার সূত্র ধরে সে তো ঘরের ছেলে ৷ আর তাঁর বিদায়ে শুধু অনুরাগীদের চোখের জলই না, মুম্বইও ভিজল বৃষ্টিতে ৷ সংলাপের চোটে যার বলিউডে আলাদা নামকরণ, চকোলেট হিরো থেকে মেলোড্রামা ৷ সেই ‘শশী’ হারা আজ বলিউড৷ ৩০ বছরে ৩০০ ছবি উপহার দিয়ে ৭৯ বয়সে মায়ানগরী ছেড়ে চলে গেলেন শশী কাপুর ৷ সঙ্গে নিয়ে গেলেন ভারতীয় সিনেমার এক যুগকে৷

ranbir

সোমবার মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শশী কাপুর ৷ গতকাল রাত থেকেই পৃথ্বী হাউজেই ছিল সেলেব্রিটিদের ভিড়৷ অমিতাভ, শাহরুখ, অভিষেক, ঐশ্বর্যরা একে একে পৌঁছে ছিলেন সেখানে ৷ সেছিলেন সঞ্জয় দত্ত, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অনিল কাপুর, রানি মুখোপাধ্যায়, কাজল, বনি কাপুররা ৷ পৃথ্বী হাউস থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সান্তাক্রুজ ক্রিমেটোরিয়ামে। বৃষ্টি উপেক্ষা করেই প্রিয় শশীকে দেখতে ভিড় অনুরাগীদের।

First published: December 5, 2017, 2:22 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर