পাশে বসছেন শাহরুখ খান, শ্যারন স্টোনের প্রতিক্রিয়ায় হতবাক গোটা বিশ্ব! দেখুন

Last Updated:

সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন শাহরুখ খান। শাহরুখের উপস্থিতি উচ্ছ্বাসিত করেছে সকল তারকাকে।

শাহরুখ খান, পাশে শ্যারন স্টোন
শাহরুখ খান, পাশে শ্যারন স্টোন
#কলকাতা: তিনি এমনই। যেখানেই যান, তাঁর ব্যক্তিত্ব, হাসি ও ভালবাসার জাদুতে মাত হয়ে যান সকলে। তিনি শাহরুখ খান। বলিউডের এমনই এক তারকা অভিনেতা, যাঁকে আপনি ঘৃণা করতে পারেন, ভালবাসতে পারেন, কিন্তু অবহেলা করতে পারবেন না। তেমনই অবহেলা করতে পারলেন না হলিউডের সুপারস্টার শ্যারন স্টোন। 'বেসিক ইনস্টিংট'-এর মতো ছবির মোহময়ী নায়িকা শাহরুখ খানকে দেখে মুগ্ধ হয়ে গেলেন।
সৌদি আরবে রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছেন শাহরুখ খান। শাহরুখের উপস্থিতি উচ্ছ্বাসিত করেছে সকল তারকাকে। সোশ্যাল মিডিয়ায় সেখানকারই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পাশের সিটে বসে রয়েছেন শ্যারন স্টোন। তাঁর পাশে বসার জন্য এগিয়ে যান শাহরুখ। অভিনেতাকে দেখেই শ্যারন নিজের বুকে হাত রেখে উচ্ছ্বসিত চোখে শাহরুখের দিকে তাকিয়ে বলতে থাকেন, 'ওহ মাই গড'।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: অভিষেক vs শুভেন্দু: ফুটেজ খেতে আমার নাম, দাবি অভিষেকের! পাল্টা 'নাবালক' কটাক্ষ শুভেন্দুর
ভিডিওতে দেখা যাচ্ছে অনুষ্ঠানের সঞ্চালক শাহরুখ খানকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শাহরুখ হেসে মাথা নীচু করার সময়ই পাশের সিটে শ্যারনের অভিব্যক্তি কারও চোখ এড়ায়নি। শাহরুখকে দেখে বিস্ময়ে তাকিয়ে রয়েছেন নায়িকা। আর বলছেন, 'ওহ মাই গড, শাহরুখ খান'। শ্যারনকে হাতে কালো গ্লাভ-সহ বেইজ পোশাকে দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: কাঁকুড়গাছিতে ছাদ থেকে পড়ে যায় শিশু, হাসপাতালে ভর্তি করাতে গিয়ে চরম ভোগান্তির অভিযোগ পরিবারের!
শাহরুখ এমন প্রতিক্রিয়া দেখে শ্যারনের কাছে যান এবং তাঁর গালে একটি চুমু দিয়ে পাশে বসেন। এ বছর রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে একটি বিশেষ সম্মানও পেয়েছেন শাহরুখ। পুরস্কার পেয়ে তিনি মঞ্চে বলেছিলেন, 'রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে এই পুরষ্কার পেয়ে আমি সত্যিই গর্বিত। এখানে সৌদি এবং এই অঞ্চলের ভক্তদের মাঝে থাকতে পেরে খুব ভাল লাগছে। ওঁরা সব সময় আমার সিনেমার বিশাল সমর্থক।'
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাশে বসছেন শাহরুখ খান, শ্যারন স্টোনের প্রতিক্রিয়ায় হতবাক গোটা বিশ্ব! দেখুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement