Shahid Kapoor: কখন ঘুম থেকে ওঠেন শাহিদ? মীরা রাজপুতের জবাবে অবাক হবেন

Last Updated:

বলিউডে কি শুধু অক্ষয় কুমারেরই ভোরে ওঠা অভ্যাস! শাহিদ-পত্নী কী জানালেন শুনুন।

#মুম্বই: সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় শাহিদ(Shahid Kapoor) পত্নী মীরা রাজপুত (Mira Rajput Kapoor)। আর সেই দৌলতেই কবীর সিং( Kabir Singh)খ্যাত অভিনেতা ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেক কিছুই জানা যায়। আর করোনা আবহে যেন ভক্তদের কাছে নিজেদের ব্যক্তিগত জীবনের ক্যানভাস মেলে ধরছে এই তারকা দম্পতি। এতদিন অনেকেই জানত যে কাকভোরে ঘুম থেকে ওঠার স্বভাব বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের (Akshay Kumar) রয়েছে। কিন্তু এবার মীরা জানালেন, তাঁর স্বামী তথা অভিনেতা শাহিদ কাপুরের ঘুম ভাঙে ভোর সাড়ে ৫টা নাগাদ।
সম্প্রতি মীরা ইনস্টাগ্রাম (Instagram) অ্যাকাউন্টে একটি ছবি আপলোড করেছেন। যেখানে অবশ্য তাঁকেই দেখা যাচ্ছে। পরেছিলেন ধূসর রঙের স্লিভলেস টপ এবং সবুজ প্যান্ট। মুখে মাস্ক। বোঝা যাচ্ছে, সাতসকালে তিনি ওয়ার্কআউটের জন্য বেরোচ্ছেন। ছবির ক্যাপশনে লেখা, SK (শাহিদ কাপুর) ভোর সাড়ে ৫টায় ওঠেন। গুড মর্নিং তোমাকে। পোস্টটি সকাল থেকে ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। অনেকেই তাঁর প্রিয় অভিনেতার এই অজানা তথ্যটি জেনে খুশি হয়েছেন।
advertisement
উল্লেখ্য,২০১৫ সালে অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাধা পড়েছিলেন মীরা রাজপুত। দুজনের বয়সের ব্যবধান ছিল ১৩ বছরের। বিয়ের সময় মীরার বয়স ছিল মাত্র ২০ বছর। যা নিয়ে সেইসময় রীতিমতো সমালোচনা শুরু করেছিল নেটিজেনরা। যদিও সেসবে বিশেষ কান দেননি শাহিদ এবং মীরা। ২০১৬-তে তাঁদের প্রথম কন্যাসন্তান হয়, যাঁর নাম মিশা। এরপর ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শাহিদ-পত্নী। জৈনের জন্ম হয় মীরার জন্মদিনের দুদিন আগে। আপাতত ভরা সংসার নিয়ে বেশ সুখেই কাটাচ্ছেন শাহিদ এবং মীরা।
advertisement
advertisement
অভিনেতা শাহিদের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি কবীর সিংবক্স অফিসে চুড়ান্তভাবে সফল। এখন তাঁর হাতে আরও একটি দক্ষিণী ছবির রিমেকে কাজ রয়েছে। আপকামিং এই সিনেমার নাম জার্সি (Jersey)। যদিও ছবিটির শুটিং বর্তমানে করোনার কারণে থমকে গিয়েছে। সেই কারণে পিছিয়েছে মুক্তির দিন। অন্যদিকে চলতি বছরে একাধিক বলি তারকার মতো ওয়েব দুনিয়ায় ডেবিউ করতে চলেছেন শাহিদ। জানা গিয়েছে দ্য ফ্যামিলি ম্যান(The Family Man) খ্যাত রাজ (Raj Nidimoru) এবং ডিকে (Krishna D.K.)-র পরবর্তী সিরিজে মুখ্য চরিত্রে থাকতে চলেছেন এই অভিনেতা। যদিও সিরিজের নাম এখন ঠিক হয়নি।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahid Kapoor: কখন ঘুম থেকে ওঠেন শাহিদ? মীরা রাজপুতের জবাবে অবাক হবেন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement