Shah Rukh Khan | Aryan Khan: মাদক-মামলায় ফেঁসে বিদেশ যাওয়া বন্ধ, ছেলে আরিয়ানের জন্য 'কাজ' খুঁজছেন শাহরুখ!

Last Updated:

প্রায় এক মাস জেলে থাকার পর বম্বে হাইকোর্টে জামিন পান শাহরুখ খানের ছেলে আরিয়ান খান (Shah Rukh Khan | Aryan Khan)।

মাদক-মামলায় ফেঁসে বিদেশ যাওয়া বন্ধ, আরিয়ানের জন্য 'কাজ' খুঁজছেন শাহরুখ!
মাদক-মামলায় ফেঁসে বিদেশ যাওয়া বন্ধ, আরিয়ানের জন্য 'কাজ' খুঁজছেন শাহরুখ!
#মুম্বই: মুম্বইয়ের অদূরে একটি প্রমোদতরীতে ড্রাগ উদ্ধারের মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের (Shah Rukh Khan | Aryan Khan)। এমনকী নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতারও করেছিল আরিয়ানকে। প্রায় এক মাস জেলে থাকার পর বম্বে হাইকোর্টে জামিন পান আরিয়ান (Shah Rukh Khan | Aryan Khan)। এই সময় এবং তার পরেও বেশ কিছুদিন কাজ থেকে একেবারেই বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। কয়েকদিন আগেই তাঁকে ফের একটি বিজ্ঞাপনে দেখা গিয়েছে দীর্ঘ সময় পর। এমনকী কাজে ফিরেছেন আরিয়ানের মা গৌরী খানও। সম্প্রতি এনসিবির অফিসে প্রতি শুক্রবার হাজিরা দেওয়ার জামিন শর্ত থেকে মুক্তি পেয়েছেন আরিয়ান (Shah Rukh Khan | Aryan Khan)। এখন এনসিবি ডেকে পাঠালে তবেই যাবেন তারকা-পুত্র।
তবে মাদক মামলায় গ্রেফতারির পর জীবন বদলে গিয়েছে আরিয়ান খানের। জানা গিয়েছে, এ বছরই বিদেশে চলে যাওয়ার কথা ছিল শাহরুখ-পুত্রের। সেখানে গিয়ে ছবি তৈরির ওয়ার্কশপে যোগ দেওয়ার কথা ছিল আরিয়ানের। তার পর দেশে ফিরে বলিউডে অভিষেক করার কথা ছিল। কিন্তু এ আর সম্ভব নয়, কারণ, জামিনের শর্ত অনুযায়ী পাসপোর্ট জমা রাখতে হয়েছে আরিয়ানকে। ফলে, জীবনের ইচ্ছে পরিবর্তনের পাশাপাশি কাজও বদলাতে পারে আরিয়ানের। বাবা শাহরুখও তাই ২৪ বছরের ছেলের জন্য ভাবনাচিন্তা শুরু করেছেন বলে খবর।
advertisement
আরও পড়ুন: পুত্র ফিরতেই স্বমহিমায় 'পাঠান', সামনেই বড় প্ল্যান শাহরুখ খানের! ফাঁস News 18-এ
জানা গিয়েছে, যেহেতু শাহরুখ খানের সঙ্গে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মস ও করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, সেখানেই অভিনয় ও পরিচালনার কাজ শেখার কথা আরিয়ানের। যশ রাজ বা ধর্মার প্রোডাকশন হাউজেই কাজ করতে পারেন আরিয়ান। তার পরে হয়তো অভিনয়ে নামবেন শাহরুখ খানের ছেলে। তবে শাহরুখ খান নিজেও মিডিয়া থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখে চলছেন। অক্টোবরে ছেলের গ্রেফতার ও জামিনের পর থেকেই মিডিয়া থেকে দূরে শাহরুখ ও পরিবার।
advertisement
advertisement
আরও পড়ুন: বার বার জামিন বাতিলে ভেঙে পড়েছেন শাহরুখ-পুত্র আরিয়ান, জেলে কী করছেন জানেন?
কাজের দিক থেকে খুব শীঘ্রই পাঠান ছবির শ্যুটিং শুরু করবেন শাহরুখ খান। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ওজন আব্রাহাম। মুম্বইতে ১৫-২০ দিন শ্যুটিংয়ের পর ইতালি চলে যাওয়ার কথা গোটা ইউনিটের।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan | Aryan Khan: মাদক-মামলায় ফেঁসে বিদেশ যাওয়া বন্ধ, ছেলে আরিয়ানের জন্য 'কাজ' খুঁজছেন শাহরুখ!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement