হোম /খবর /বিনোদন /
পরিচালনার পর নতুন অধ্যায়! সুরার ব্র্যান্ড আনতে চলেছেন শাহরুখ-পুত্র আরিয়ান

পরিচালনার পর নতুন অধ্যায়! সুরার ব্র্যান্ড আনতে চলেছেন শাহরুখ-পুত্র আরিয়ান

ভারতে মদের নতুন ব্র্যান্ড খুলতে চলেছেন আরিয়ান এবং তাঁর সঙ্গীরা। তার জন্য বিখ্যাত সুরা প্রস্তুতকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করবেন তাঁরা।

  • Share this:

#মুম্বই: ক্যামেরার নেপথ্যের কাজ শুরুর কথা আগেই জানিয়েছিলেন। এ বার বাণিজ্যিক দিকেও হাতেখড়ি হতে চলেছে আরিয়ান খানের। সে কথা নিজেই জানালেন শাহরুখ-পুত্র।

ভারতে মদের নতুন ব্র্যান্ড খুলতে চলেছেন আরিয়ান এবং তাঁর সঙ্গীরা। তার জন্য বিখ্যাত সুরা প্রস্তুতকারি সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করবেন তাঁরা।

জানা গিয়েছে, নতুন এই কাজের জন্য ইতিমধ্যেই দু'জন সঙ্গী পেয়ে গিয়েছেন আরিয়ান। তাঁদের কোম্পানির নাম স্ল্যাব ভেঞ্চারস। গুঞ্জন, তাঁদের ব্র্যান্ডের মার্কেটিং এবং সুরা সরবরাহের জন্য বিশ্ব বিখ্যাত সুরা প্রস্তুতকারি সংস্থার সাহায্য নেবেন তাঁরা। সংবাদমাধ্যমকে আরিয়ান বলেন, "বর্তমানে এ ক্ষেত্রে একটা শূন্যস্থান তৈরি হয়েছে। আর সেটাই আমাদের সুযোগ। ব্যবসা মানেই নতুন সব সুযোগের খোঁজ।"

আরও পড়ুন: ৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট

আরও পড়ুন: 'লক্ষ্মীর পর বাড়িতে সরস্বতী এল', তৃতীয় বার বাবা হলেন ৫১-র মনোজ

শুধু সুরাই নয়, অন্যান্য পানীয়ও তৈরি করবে আরিয়ানদের ব্র্যান্ড। মূলত বিত্তশালী এবং আর্থিক ভাবে স্বচ্ছল উপভোক্তাদের কথা মাথায় রেখেই কাজ করবে শাহরুখ-পুত্রের সংস্থা।

বলিউডে পা রাখতে চলেছেন আরিয়ান। ক্যামেরা কখনওই তাঁকে টানেনি। বাবা শাহরুখ খান বিশ্বের অন্যতম সফল অভিনেতা হলেও আরিয়ান আগাগোড়াই মন দিয়েছেন লেখালেখিতে। সাদা পাতায় নিজের কল্পনাকে তুলে এনে বুনেছেন গল্প। দিন কয়েক আগে নতুন অধ্যায় শুরুর কথা জানিয়েছেন শাহরুখ-তনয়।

Published by:Sanchari Kar
First published:

Tags: Aryan khan, Shah Rukh Khan