Jacqueline Fernandez-Sukesh Chandrasekhar: জেলে বসে জ্যাকলিনকে চিঠি সুকেশের! শাহরুখের 'জওয়ান' নিয়ে যা লিখলেন... চমকে যাবেন
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Jacqueline Fernandez-Sukesh Chandrasekhar: চিঠিতে সুকেশ জানান, জ্যাকলিনের ইচ্ছাপূরণের জন্য তিনি পশুদের জন্য একটি হাসপাতালও তৈরি করছেন। সুকেশের দাবি, তাঁর টিম ইতিমধ্যেই সবটা পরিকল্পনা করে ফেলেছে।
কলকাতা: হাজতে বসেই জ্যাকলিন ফার্নান্ডেজকে চিঠি লিখছেন ২০০ কোটির প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। ভালবাসার মানুষের সঙ্গে দেখা হওয়ার উপায় নেই। তাই চিঠির মাধ্যমেই নিজের কথা জানিয়েছেন সুকেশ। এক সংবাদমাধ্যম সূত্রে খবর, জ্যাকলিনকে তাঁর লেখা সাম্প্রতিকতম চিঠিতে সুকেশ শাহরুখ খানের ‘জওয়ান’-এর ‘চলেয়া’ গানের উল্লেখ করেছেন। তিনি জানান, গানটি মুক্তি পাওয়ার পর তিনি সেই গানে নেচেছেন। জ্যাকলিনকে এই গান উৎসর্গ করেছে। শাহরুখ খান এবং গানটির স্রষ্টা অনিরুদ্ধ রবিচন্দরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এখানেই শেষ নয়। চিঠিতে সুকেশ জানান, জ্যাকলিনের ইচ্ছাপূরণের জন্য তিনি পশুদের জন্য একটি হাসপাতালও তৈরি করছেন। সুকেশের দাবি, তাঁর টিম ইতিমধ্যেই সবটা পরিকল্পনা করে ফেলেছে। ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই হাসপাতাল শুরুর কাজ। আর হাসপাতালটি চালু হবে ২০২৪ সালের ১১ অগাস্ট থেকে। কারণ সে দিনই জ্যাকলিনের জন্মদিন।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আমার প্রেমিকার জন্য জওয়ান-এর একটা ফ্রি টিকিটের ব্যবস্থা করবেন’ ভক্তের আবদার শুনে কী বললেন শাহরুখ?
চিঠিতে সুকেশ জানান, সারা দেশের শ্রেষ্ঠ পশু চিকিৎসকদের আনা হবে সেই হাসপাতালে। বিনা মূল্যে হবে চিকিৎসা। ঠিক যেমনটা জ্যাকলিন চেয়েছিলেন বলে দাবি সুকেশের।
আর্থিক তছরুপে অভিযুক্ত সুকেশ আপাতত দিল্লির মান্দোলি জেলে রয়েছেন সুকেশ। গত অগাস্টেও জ্যাকলিনের জন্মদিন উপলক্ষে জ্যাকলিনকে চিঠি পাঠিয়েছিলেন সুকেশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 05, 2023 4:36 PM IST