Shah Rukh Khan Wins National Award: ৩৫ বছর কাটল, জীবনে প্রথমবার জাতীয় পুরস্কার পাচ্ছেন শাহরুখ খান! সঙ্গী বিক্রান্ত
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Wins National Award: ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস।
কলকাতা: বলিউডের আইকন শাহরুখ খান, ইন্ডাস্ট্রিতে প্রায় ৩৫ বছর পূর্ণ করেছেন, ২০২৩ সালের অ্যাকশন ব্লকবাস্টার জওয়ানে তাঁর অভিনয়ের জন্য জীবনে প্রথম জাতীয় পুরস্কার পেতে চলেছেন বাদশা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রক শুক্রবার তাদের অফিসিয়াল হ্যান্ডেল এক্স (পূর্বে টুইটার) এর মাধ্যমে এই খবর ঘোষণা করেছে। ‘জওয়ান’ ছবির জন্য শাহরুখ এবং একই সঙ্গে ‘১২ ফেল’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাবেন বিক্রান্ত মাসি।
আরও পড়ুন: মুহূর্তে বদলাবে কলকাতার আবহাওয়া, ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, বাজের সতর্কতা জারি! ওয়েদারের বড় আপডেট
advertisement
advertisement
71st National Film Awards 2023 | Best Actor in a Leading Role award shared by Shah Rukh Khan for ‘Jawan’ and Vikrant Massey for ’12th Fail’ pic.twitter.com/GImUWoCVrX
— ANI (@ANI) August 1, 2025
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খানের নাম ঘোষণা হতে সারা দেশে তাঁর অনুরাগীমহলে শুরু হয়েছে বিজয়োল্লাস। দিওয়ানা থেকে জওয়ান– তিন দশকের এক টানা শাসন। ভারতীয় বক্স অফিসের রাজপাট তো বহুদিন আগেই দখল করেছিলেন তিনি, এবার এল দেশের সর্বোচ্চ সিনেমা সম্মানের স্বীকৃতিও।
advertisement

.
আরও পড়ুন: স্টপেজ নেই, তবু বেলদায় থামল ট্রেন! নামলেন এক মহিলা ও সদ্যোজাত, কী ঘটেছে ট্রেনে? হতবাক টিটিই থেকে যাত্রীরা
এ প্রসঙ্গে শাহরুখ বা বিক্রান্ত কারও সরাসরি প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে ইন্ডাস্ট্রি জুড়ে শুরু হয়েছে অভিনন্দনের বন্যা। বহু বর্ষীয়ান অভিনেতা, পরিচালকের মতে, ”এটা বহু দেরিতে এল, কিন্তু অবশেষে এল।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 01, 2025 7:20 PM IST