Indian Railways: স্টপেজ নেই, তবু বেলদায় থামল ট্রেন! নামলেন এক মহিলা ও সদ্যোজাত, কী ঘটেছে ট্রেনে? হতবাক টিটিই থেকে যাত্রীরা
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Indian Railways: স্টপেজ ছাড়াই চলন্ত ট্রেন থামল। শিশু কোলে নামলেন মহিলা। বেলদা স্টেশনে আচমকা শোরগোল। ট্রেনে কী হয়েছে? এল পুলিশ, তারপর?
advertisement
advertisement
আসলে ট্রেনের মধ্যেই সন্তানকে প্রসব করেন মহিলা। তারপরেই অসমগামী ট্রেনকে থামানো হয় বেলদা স্টেশনে। সোমবার বেঙ্গালুরু থেকে অসম যাওয়ার জন্য ট্রেন ধরেছিলেন এই মহিলা। সঙ্গে ছিল তাঁর ভাই। ব্যাঙ্গালুরু থেকে অসম ফেরার পথেই গুয়াহাটি সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের মধ্যেই প্রসবের ঘটনা ঘটে।(Image courtesy AI)
advertisement
advertisement
advertisement
advertisement
এরপর প্রসূতি ও সদ্যোজাতকে ট্রেন থেকে নামিয়ে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। বর্তমানে বেলদা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতি ও সদ্যোজাত। দু'জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সাহা বানুর সহযাত্রী বলেন, ট্রেনের মধ্যে প্রসব হয় তাঁর। (Image Courtesy AI)
advertisement
advertisement