সুন্দর, সুশীল, সভ্য৷ শাহরুখ খানের নাম উঠলে এমনই ছবি মনে আসে৷ পর্দায় হোক কিংবা বাস্তবে, শাহরুখের স্বচ্ছ চরিত্রের কথা সকলেরই জানা৷ তবে, সেই শাহরুখ যে এমন কথা বলতে পারেন তা বোধহয় কেউ ভাবতেও পারবেন না৷ অভিনেত্রী মল্লিকা শেরওয়াতকে নিয়ে কিং খানের করা মন্তব্য শুনে নেটিজেনজের দাবি ‘এমন মন্তব্য অবমাননাকর’৷
বেশ কয়েকবছর আগে করণ জোহরের বিখ্যাত শো ‘কফি উইথ করণে’ এসেছিলেন শাহরুখ, সঙ্গে ছিলেন রানি মুখোপাধ্যায় ও কাজল৷ ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন সমার্থক৷ নিজের শো-তে শাহরুখকে ছেলে আরিয়ানকে নিয়ে একটি প্রশ্ন করেন করণ, ‘‘আরিয়ানের যদি মল্লিকা শেরাওয়াতের প্রতি ক্রাশ তৈরি হয়, তাহলে তাকে তুমি কী বলবে?’’ এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন ‘‘যদি আরিয়ানের মল্লিকা শেরওয়াতের প্রতি ক্রাশ তৈরি হয়, তাহলে সে মল্লিকার সঙ্গে সে খেলতে পারে৷ আমিও মল্লিকার সঙ্গে খেলতে পারি৷’’
ভাইরাল হওয়া এই পুরনো ভিডিওতে শাহরুখের করা এই মন্তব্যকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ওইদিন শাহরুখের পাশে বসা কাজল রানি তাঁর কথা শুনে হাসাহাসি করলে শাহরুখ তাঁদের বলেন ‘‘তোমাদের নোংরা মন’’৷ প্রসঙ্গত, শাহরুখ যখন এই শোতে এসেছিলেন আরিয়ান তখন বেশ ছোট৷
আরও পড়ুন: সামর্থ্য ছিল না! মন্নত সাজাতে ঘুম ওড়ে শাহরুখের, পাশে থেকে দায়িত্ব নেন গৌরী
বাদশাহর পুরনো ভিডিওকে নিয়েই নতুন করে চর্চায় মেতে নেটিজেনরা৷ কেউ কেউ অবশ্য সরাসরি দুষেছেন প্রশ্নকর্তা করণকে৷ এক নেট নাগরিক লিখেছেন, ‘‘করণের মন ভীষণ নোংরা, তাই এমন জঘন্য প্রশ্ন করতে পারে৷ মানুষের আবেগ নিয়ে খেলা করে আনন্দ পায়’’৷ এক ব্যক্তি লিখেছেন, ‘‘এটা কি সত্যিই মজার ছিল? এই ধরণের মন্তব্য অবমাননাকর, যদি আপনি তাকে সমর্থন করেন তাহলে বলতেই হবে সমস্যা আছে’’৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Koffee with Karan, Shah Rukh Khan