Shah Rukh Khan: ছেলেও খেলবে, আমিও খেলব! মল্লিকা শেরাওয়াতকে নিয়ে এ কেমন মন্তব্য শাহরুখের, মুহূর্তে ভাইরাল ভিডিও
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
অভিনেত্রী মল্লিকা শেরওয়াতকে নিয়ে কিং খানের করা মন্তব্য শুনে নেটিজেনজের দাবি ‘এমন মন্তব্য অবমাননাকর’৷
সুন্দর, সুশীল, সভ্য৷ শাহরুখ খানের নাম উঠলে এমনই ছবি মনে আসে৷ পর্দায় হোক কিংবা বাস্তবে, শাহরুখের স্বচ্ছ চরিত্রের কথা সকলেরই জানা৷ তবে, সেই শাহরুখ যে এমন কথা বলতে পারেন তা বোধহয় কেউ ভাবতেও পারবেন না৷ অভিনেত্রী মল্লিকা শেরওয়াতকে নিয়ে কিং খানের করা মন্তব্য শুনে নেটিজেনজের দাবি ‘এমন মন্তব্য অবমাননাকর’৷
বেশ কয়েকবছর আগে করণ জোহরের বিখ্যাত শো ‘কফি উইথ করণে’ এসেছিলেন শাহরুখ, সঙ্গে ছিলেন রানি মুখোপাধ্যায় ও কাজল৷ ‘কফি উইথ করণ’ আর বিতর্ক যেন সমার্থক৷ নিজের শো-তে শাহরুখকে ছেলে আরিয়ানকে নিয়ে একটি প্রশ্ন করেন করণ, ‘‘আরিয়ানের যদি মল্লিকা শেরাওয়াতের প্রতি ক্রাশ তৈরি হয়, তাহলে তাকে তুমি কী বলবে?’’ এই প্রশ্নের উত্তরে শাহরুখ বলেন ‘‘যদি আরিয়ানের মল্লিকা শেরওয়াতের প্রতি ক্রাশ তৈরি হয়, তাহলে সে মল্লিকার সঙ্গে সে খেলতে পারে৷ আমিও মল্লিকার সঙ্গে খেলতে পারি৷’’
advertisement
advertisement
ভাইরাল হওয়া এই পুরনো ভিডিওতে শাহরুখের করা এই মন্তব্যকে ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক৷ ভিডিওতে দেখা যাচ্ছে, ওইদিন শাহরুখের পাশে বসা কাজল রানি তাঁর কথা শুনে হাসাহাসি করলে শাহরুখ তাঁদের বলেন ‘‘তোমাদের নোংরা মন’’৷ প্রসঙ্গত, শাহরুখ যখন এই শোতে এসেছিলেন আরিয়ান তখন বেশ ছোট৷
advertisement
বাদশাহর পুরনো ভিডিওকে নিয়েই নতুন করে চর্চায় মেতে নেটিজেনরা৷ কেউ কেউ অবশ্য সরাসরি দুষেছেন প্রশ্নকর্তা করণকে৷ এক নেট নাগরিক লিখেছেন, ‘‘করণের মন ভীষণ নোংরা, তাই এমন জঘন্য প্রশ্ন করতে পারে৷ মানুষের আবেগ নিয়ে খেলা করে আনন্দ পায়’’৷ এক ব্যক্তি লিখেছেন, ‘‘এটা কি সত্যিই মজার ছিল? এই ধরণের মন্তব্য অবমাননাকর, যদি আপনি তাকে সমর্থন করেন তাহলে বলতেই হবে সমস্যা আছে’’৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 18, 2023 5:47 PM IST