Shahrukh-Aryan: বাবাকে দিয়ে পরিচালনার হাতেখড়ি! মডেল হলেন শাহরুখ,মনিটরে চোখ রেখে নয়া পথচলা শুরু আরিয়ানের

Last Updated:

Shahrukh-Aryan: ক্যামেরার সামনে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ আর দূর থেকে মনিটরে চোখ দিয়ে দেখছেন আরিয়ান খান৷ বাবাকে দিয়েই পরিচালনায় হাতেখড়ি শুরু করলেন বাদশা পুত্র৷

মডেল হলেন শাহরুখ, বাবাকে দিয়ে পরিচালনার হাতেখড়ি! মনিটরে চোখ রেখে নয়া পথচলা শুরু আরিয়ানের
মডেল হলেন শাহরুখ, বাবাকে দিয়ে পরিচালনার হাতেখড়ি! মনিটরে চোখ রেখে নয়া পথচলা শুরু আরিয়ানের
মুম্বই: বাবা শাহরুখের পথেই হাঁটতে চলেছেন পুত্র আরিয়ান খান। নিজের বলি কেরিয়ার শীঘ্রই শুরু করতে চলেছেন আরিয়ান খান একথা আগেই জানিয়েছিলেন অভিনেতা। তবে শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন আরিয়ান খান। এবার সেই স্বপ্ন পূরণ হল আরিয়ান খানের৷
অভিনেতা নন, পরিচালক হতে চান তিনি৷ ক্যামেরার সামনে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ আর দূর থেকে মনিটরে চোখ দিয়ে দেখছেন আরিয়ান খান৷ বাবাকে দিয়েই পরিচালনায় হাতেখড়ি শুরু করলেন বাদশা পুত্র৷ কী পরিচালনা করছেন আরিয়ান? জানা গিয়েছে, বিজ্ঞাপন পরিচালনা দিয়েই কাজ শুরু করলেন পরিচালক৷ কিছুদিন আগেই নিজের লাক্সারি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড 'ডি ইয়ালভ এক্স' নিয়ে এসেছেন আরিয়ান খান৷ সেই ব্র্যান্ডেরই বিজ্ঞাপনের মুখ অর্থাৎ মডেল হলেন শাহরুখ খান৷ বাবাকে দিয়েই পরিচালনা শুরু করলেন ছেলে৷
advertisement
View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান, বোন সুহানা খান বিজ্ঞাপনের টিজার ভিডিও পোস্ট করেছেন৷ টিজার ভিডিওতে দেখা গেছে, বোর্ডে কেউ কিছু লিখছেন, আচমকাই হাত থেকে পড়ে যায় রঙের ব্রাশ, সেটি তুলে নেন শাহরুখ খান৷ তারপর শুধু শাহরুখের চোখ দুটি ক্যামেরার সামনে দেখা যায়৷ ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল৷ 'ডি ইয়ালভ এক্স'-এর পক্ষ থেকে শাহরুখের একটি আলো আধারি ছবি পোস্ট করা হয়েছে৷ আগের পোস্টার গুলিতে আরিয়ানকেও দেখা গিয়েছে৷ এর আগেও কিং খানের ছেলে আরিয়ান খান ইনস্টা পোস্টে চমক দিয়েছিলেন, যেখানে দেখা গিয়েছিল, একটা ক্ল্যাপ বোর্ড, যার উপরে লেখা রয়েছে-'রেড চিলিজ এন্টারটেনমেন্ট'। আর একটা ফিল্মস্ক্রিপ্ট যেখানে লেখা আরিয়ান খানের জন্য। ছবি শেয়ার করে আরিয়ান লেখেন, 'লেখার কাজ শেষ'। অ্যাকশন বলার জন্য আর অপেক্ষা করতে পারছি না। তবে কী করছেন, তার কোনও আভাস দেননি তখন। জানা গিয়েছে, একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন শাহরুখ পুত্র। এর পাশাপাশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করেছেন আরিয়ান। তবে ওটিটি-র জন্য যে গল্পটি লিখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে তার অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। এছাড়াও সিনেমার জন্য যে গল্প লিখছেন তা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ। সূত্রের খবর, বলিউডের কিছু নাম করা প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করেই নাকি সিনেমা বানানোর হাতেখড়ি দিতে চলেছেন আরিয়ান খান।আপাতত বিজ্ঞাপন মুক্তির অপেক্ষায় রয়েছেন শাহরুখ ভক্তরা৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shahrukh-Aryan: বাবাকে দিয়ে পরিচালনার হাতেখড়ি! মডেল হলেন শাহরুখ,মনিটরে চোখ রেখে নয়া পথচলা শুরু আরিয়ানের
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement