Shah Rukh Khan: ‘ওদের সঙ্গে প্রেম করলে মরেই যাব..’ দীপিকা সোনমকে নিয়ে এ কী বললেন কথা বললেন শাহরুখ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
‘কফি উইথ করণের’ অতিথি হয়েছেন শাহরুখ খানও। দীপিকা এবং সোনমকে ডেট করতে চাও? শাহরুখের উত্তর জানলে চমকে যাবেন৷
‘কফি উইথ করণের’ নতুন সিজন শুরু হয়ে গিয়েছে। পরিচালক করণ জোহরের এই শো মানেই বিতর্ক, ফাঁস হয় তারকাদের গোপন কথা। ‘কফি উইথ করণের’ অতিথি হয়েছেন শাহরুখ খানও। দীপিকা এবং সোনমকে ডেট করতে চাও? শাহরুখের উত্তর জানলে চমকে যাবেন৷
বন্ধু করণের শোতে বেশ কয়েকবার এসেছেন শাহরুখ৷ সিজন-৮ এর শুরুতেই অতিথির আসনে দেখা গিয়েছে দীপিকা পাডুকোন এবং রণবীর সিংকে৷ তবে দীপিকা এর আগেও করণের বিখ্যাত শোতে অতিথি হয়ে এসেছিলেন, সঙ্গে ছিলেন সোনম কাপুরও৷
advertisement
advertisement
The Most ICONIC moment in Koffee With Karan
I always loved #ShahRukhKhan but after this my respect for him 🔥 increase × 100 ❤️🔥 pic.twitter.com/qjcHZI3nqz
— Hail Hydra (@Hail_Hydra08) October 25, 2023
দুই অভিনেত্রীরই ‘প্রাক্তন প্রেমিক’ ছিলেন রণবীর কাপুর৷ করণের শোতে এসে রণবীর সম্পর্কে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন দুই নায়িকা৷ ‘রণবীরের কন্ডোমের ব্র্যান্ড শুরু করা উচিত’, বলে বসেন দীপিকা৷
advertisement
এরপর কফি উইথ করণে শাহরুখ এলে করণ তাঁকে জিজ্ঞাসা করেন দীপিকা এবং সোনমের মধ্যে কাকে ডেট করতে চান শাহরুখ৷ শাহরুখের জবাব,‘‘আগে হলে হয়তো দুজনকেই করতাম৷ কিন্তু তোমার শোয়ের পরে কখনও নয়৷ কারণ তারপর ব্রেক আপ হলেই ওরা আমার নামেও নিন্দে করবে, যেমনটা রণবীরকে নিয়ে করেছে৷ তাহলে তো আমি মরেই যাব৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2023 1:47 PM IST