Ananya Panday-Aditya Roy Kapur: হাতে হাত, কাঁধে মাথা! আর লুকোচাপা নয়, প্রকাশ্যেই সম্পর্কের ইঙ্গিত দিলেন আদিত্য-অনন্যা, দেখুন ভাইরাল ভিডিও
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Ankita Tripathi
Last Updated:
তবে এটুকুই সব নয়। বরং, ওই সন্ধ্যার আরেকটি ভিডিও-ও প্রকাশিত হয়েছে। আর তা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই দুই অভিনেতা অবশ্যই ডেটিং করছেন।
অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর গত বেশ কয়েকদিন ধরেই ডেটিং করছেন। সেই বিষয় নিয়ে নানা কথাও শোনা যাচ্ছিল। শুক্রবার রাতে ডিনার ডেটে যাওয়ার সময় যুগলে ধরা পড়ে যান পাপারাজ্জিদের হাতে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিও-তে দেখা গিয়েছে অনন্যা-আদিত্যকে। শহরের একটি রেস্তোরাঁয় কয়েকজন সঙ্গে দেখা মিলেছে তাঁদের। কালো পোশাকে ট্যুইনিং করেছিলেন তাঁরা।
তবে এটুকুই সব নয়। বরং, ওই সন্ধ্যার আরেকটি ভিডিও-ও প্রকাশিত হয়েছে। আর তা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে এই দুই অভিনেতা অবশ্যই ডেটিং করছেন। ভাইরাল ক্লিপে দেখা গিয়েছে, আদিত্যর বাহু জড়িয়ে রয়েছেন অনন্যা। তাঁর মাথা রাখা আদিত্যর কাঁধে। দু’জনেই কারও সঙ্গে খুব হেসে হেসে কথা বলছিলেন।
দেখে নেওয়া যাক ভিডিও-টি—
advertisement
advertisement
advertisement
ভিডিও-টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই, নেটিজেনরা এতে প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। উপচে পড়ছে কমেন্ট সেকশন।
একজন লিখেছেন, ‘ওঁদের জন্য খুব খারাপ লাগছে। কোনও গোপনীয়তা নেই! কেন ওঁদের ছেড়ে দেন না। সবকিছু প্রকাশ করে দেওয়ার প্রয়োজন নেই।’ অন্য এক ভক্ত তাঁর মন্তব্যে লিখেছেন, ‘উফ, একজনকে আঁকড়ে থাকা। কারণ অন্য কেউ কোনও বিষয়ই গুরুত্বপূর্ণ নয়! আমি আশা করি সমস্ত মেয়েরাই যেন এমন একজনকে পায়।’
advertisement
আরও পড়ুন: ৪৫ বছরেও অবিবাহিত কাজলেন বোন? বিগ বস-এই প্রেম! মা হওয়ার জন্য কী করেছেন তনিশা? জানলে চমকে যাবেন
অনন্যা-আদিত্য বেশ কিছুদিন ধরেই ডেটিং করছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। গত বছর কফি উইথ করণ সিজিন ৭-এ যোগ দেওয়ার পর থেকেই এই গুঞ্জন শুরু হয়েছিল। সেখানেই সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে করণ জোহরই ইঙ্গিত দিয়েছিলেন অনন্যা-আদিত্য একসঙ্গে থাকতে পারেন। চলতি বছরের শুরুতে, অনন্যা এবং আদিত্য ইউরোপে সফরে গিয়েছিলেন। তার আগে মাদ্রিদেও একসঙ্গে আর্কটিক মাঙ্কিজ কনসার্টে তাঁদের দেখা গিয়েছিল।
advertisement
সাম্প্রতিক সাক্ষাৎকারে অনন্যাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর ব্যক্তিগত জীবন প্রায়ই পেশাগত জীবনকেও ছাপিয়ে যায়। এর উত্তরেও ডেটিং প্রসঙ্গের দিকে ইঙ্গিত করে অনন্যা বলেন, ‘বিষয়টা এরকম নয়। দুর্ভাগ্যবশত গত এক বছরে আমার কোনও ছবি রিলিজ করেনি। তাই ব্যক্তিগত জীবনের দিকে চোখ পড়ছে সকলের।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 28, 2023 5:47 PM IST








