Dunki-Shah Rukh Khan: ফার্স্ট ডে ফার্স্ট শো 'ব্লকবাস্টার' হিট! শাহরুখের 'ডাংকি' দেখে কী বলছে দর্শকরা?

Last Updated:

Dunki-Shah Rukh Khan: ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে দর্শকরা 'ডাংকি'-কে হিটের তকমা দিচ্ছেন এবং ভালও বলেছেন। কিন্তু যেহেতু প্রথম দিন প্রথম শো-তে বেশিরভাগ ফানেরাই ছবি দেখতে আসেন তাই তার ওপর তুল্য মূল্য বিচার হয় না।

বলিউডের ‘বাদশা’ তিনি একাই৷ ৬০-এর কোটায় এসেও বারেবারে হাতেকলমে প্রমাণ দিয়ে চলেছেন শাহরুখ খান৷ গত ৩০ বছর ধরে একটানা বলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন কিং খান ৷ শুধু দেশেই নয়, সারা বিশ্বে তাঁর অগণিত ভক্ত। বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। ২০২৩ সালে একের পর এক রেকর্ড গড়েছেন শাহরুখ খান৷ শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি ইতিমধ্যেই বিশ্বরেকর্ড গড়েছে৷ এবার কি সেই তালিকায় নাম লেখাতে চলেছে ‘ডাংকি’৷
রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’ মুক্তি পেতে সেই পুরনো চেনা ছবি আবারও ধরা পড়ল৷ শীতের দাপট, প্রবল ঠান্ডা সব কিছুকে উপেক্ষা করেই ভক্তদের ভিড় উপচে পড়ল সিনেমাহলগুলিতে৷ ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে দর্শকরা ‘ডাংকি’-কে হিটের তকমা দিচ্ছেন এবং ভালও বলেছেন। কিন্তু যেহেতু প্রথম দিন প্রথম শো-তে বেশিরভাগ ফানেরাই ছবি দেখতে আসেন তাই তার ওপর তুল্য মূল্য বিচার হয় না।
advertisement
advertisement
সিনে বিশেষজ্ঞরা বা ফিল্ম ক্রিটিকরা বলছেন এই ছবি ‘পাঠান’, ‘জওয়ান’-এর থেকে অনেকটাই পিছিয়ে। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধ অনেকটাই হতাশ করেছে। তবে ছবির ইউএসপি অবশ্যই শাহরুখ খান এবং তাপসী পান্নুর অভিনয়। পরিচালক এস এস রাজমৌলির একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়, যেখানে তিনি বলেছিলেন, রাজকুমার হিরানি যা করেন, তা চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে অনেক বেশি৷
advertisement
বর্ষশেষে শাহরুখের ধামাকার জন্য অপেক্ষা করেছিলেন সিনেমাপ্রেমীরা৷ কলকাতা সহ সারা বিশ্বজুড়ে ‘ডাংকি’ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে৷ তবে প্রথম দিনের পর ঠিক এই উত্তেজনা কতটা থাকে, এখন সেটাই দেখার৷ শাহরুখ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাপসী পান্নু এবং ভিকি কৌশলকে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dunki-Shah Rukh Khan: ফার্স্ট ডে ফার্স্ট শো 'ব্লকবাস্টার' হিট! শাহরুখের 'ডাংকি' দেখে কী বলছে দর্শকরা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement