Shah Rukh Khan: দিল্লি বিস্ফোরণের ১৪ দিন পর মুখ খুললেন শাহরুখ খান, আবেগপ্রবণ হয়ে যা বললেন বলিউডের বাদশা...
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan: বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি মুম্বইয়ে গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ যোগ দিয়েছিলেন, যেখানে তিনি বক্তৃতা দেন। যেখানে সাহসী ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২৬/১১ মুম্বাই হামলা, পহেলগাম সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের নিহত নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানান।
মুম্বই: বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি মুম্বইয়ে গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ যোগ দিয়েছিলেন, যেখানে তিনি বক্তৃতা দেন। যা ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে সাহসী ভারতীয় সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২৬/১১ মুম্বাই হামলা, পহেলগাম সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের নিহত নিরীহ মানুষদের প্রতি শ্রদ্ধা জানান। এবং তিনি ভারতীয় সৈন্যদের জন্য কিছু শক্তিশালী বার্তাও দেন।
গ্লোবাল পিস অনার্স ২০২৫-এ শাহরুখ খান বলেন, ‘২৬/১১ সন্ত্রাসী হামলা,পহেলগাম সন্ত্রাসী হামলা এবং সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণে প্রাণ হারানো নিরীহ মানুষদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং এই হামলায় শহীদ হওয়া আমাদের সাহসী কর্মীদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’
আরও পড়ুন-ভয়ঙ্কর খেল দেখাবেন শনিদেব…! ইশারায় কাঁপাবে ত্রিলোক, নতুন বছরে প্রিয় ৩ রাশিকে টাকায় মুড়ে দেবেন সূর্যপুত্র, সাফল্য পায়ে চুমু খাবে
তিনি ভারতের সাহসী সৈন্য ও জওয়ানদের উদ্দেশ্যে বলেন। ‘আজ, দেশের সাহসী সৈন্য ও জওয়ানদের জন্য, আমাকে এই চারটি লাইন বলতে বলা হয়েছে যা খুবই সুন্দর। তাই দয়া করে মনোযোগ দিয়ে শুনুন। যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কী করেন? তখন গর্বের সঙ্গে বলুন যে আমি দেশকে রক্ষা করি। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আপনি কত আয় করেন? একটু হেসে বলুন যে আমি ১৪০ কোটি মানুষের আশীর্বাদ অর্জন করি। আর যদি কেউ পিছন ফিরে জিজ্ঞাসা করে যে আপনি কি কখনও ভয় পান, তাহলে তাদের চোখের দিকে তাকিয়ে বলুন যে যাঁরা আমাদের আক্রমণ করে তাঁরা ভয় পায়।’
advertisement
advertisement
আরও পড়ুন-নভেম্বরের শেষেই বিরাট কামাল…! শুক্র-মঙ্গলের রাজকীয় সংযোগে বাম্পার ‘জ্যাকপট’, গোল্ডেন টাইম শুরু ৫ রাশির, সোনায় মুড়বে কপাল
তিনি ঐক্য ও শান্তির একটি শক্তিশালী বার্তা আরও ভাগ করে নিয়ে বলেন,‘আসুন আমরা সকলে একসঙ্গে শান্তির দিকে পদক্ষেপ নিই। আসুন আমরা আমাদের চারপাশের জাতি, ধর্ম এবং বৈষম্য ভুলে মানবতার পথে হাঁটি যাতে আমাদের দেশের শান্তির জন্য আমাদের বীরদের শহীদত্ব বৃথা না যায়।’
advertisement
ওয়ার্কফ্রন্টের কথা বলতে গেলে, শাহরুখ খানকে পরবর্তীতে সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবিতে দেখা যাবে। তিনি তার ৬০তম জন্মদিন উপলক্ষে ছবিটির প্রথম লুক প্রকাশ করেছেন। ‘কিং’ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন সুহানা খান, জয়দীপ আহলাওয়াত এবং দীপিকা পাড়ুকোন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2025 11:33 AM IST

