Shah Rukh Khan on Pahalgam Attack: প্রিয় কাশ্মীর...পহেলগাঁওয়ের বর্বর হামলায় ফুঁসে উঠলেন শাহরুখ খান! যা চাইলেন এবার, দেশও তাই চাইছে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan on Pahalgam Attack: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটেছে মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলা। মৃত্যু হয়েছে অন্তত ২৬ জন পর্যটকের।
কলকাতা: ২২ এপ্রিল বিকেল তিনটে নাগাদ জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটেছে মর্মান্তিক সন্ত্রাসবাদী হামলা। মৃত্যু হয়েছে অন্তত ২৬ জন পর্যটকের।
তাঁদের মধ্যে একজন ভারতীয় নৌসেনা অফিসার এবং একজন গোয়েন্দা ব্যুরোর সদস্যও ছিলেন। ঘটনার পর থেকে গোটা দেশ স্তব্ধ। জঙ্গিহামলার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন শাহরুখ খান।
advertisement
Words fail to express the sadness and anger at the treachery and inhumane act of violence that has occurred in Pahalgam. In times like these, one can only turn to God and say a prayer for the families that suffered and express my deepest condolences. May we as a Nation, stand…
— Shah Rukh Khan (@iamsrk) April 23, 2025
advertisement
এক্স হ্যান্ডেলে শাহরুখ লিখেছেন, ‘পহেলগাঁওতে যে বর্বর অমানবিক জঙ্গিহামলা ঘটেছে তার দুঃখ ও রাগ বহিঃপ্রকাশের ভাষা নেই। এরকম সময়ে উপরওয়ালার কাছে শুধু প্রার্থনাই করা যায় যাঁরা ভুক্তভোগী তাঁদের পরিবারের জন্যে। আমিও সমবেদনা জানাই। এক দেশ হিসেবে একাত্ম হয়ে এরকম নৃশংস ঘটনার বিচার চাই’।
শাহরুখের আগে পহেলগাঁওয়ের এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বলিউডের একাধিক অভিনেতা। অক্ষয় কুমার লিখেছেন, ‘পহেলগাঁও-তে পর্যটকদের উপর হামলার ঘটনার খবর জেনে সত্যিই স্তম্ভিত। নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যা করা হল। পরিবারের জন্য প্রার্থনা করছি।’
advertisement
আরও পড়ুন: ‘রাস্তাতেই আটকে দিল ওঁরা…’! পহেলগাঁওতে বরাত জোরে প্রাণে বাঁচলেন ৩৮ বাঙালি পর্যটক, কীভাবে জানেন?
ফারহান আখতারও এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন, ‘পহেলগাঁও-তে জঙ্গি হামলার ঘটনায় গভীর ভাবে আহত। নিরীহ মানুষদের উপর এই হত্যালীলা কোনও অজুহাত হতে পারে না। এই ঘটনার কড়া নিন্দা হওয়া উচিত। নিহতদের পরিবারের সদস্যের প্রতি আমার সমবেদনা রইল। এই দুঃসময়ে কাশ্মীরের মানুষের পাশে আছি।’
Location :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2025 4:08 PM IST