Dunki Movie: ব্লকবাস্টার 'ডাংকি' রাষ্ট্রপতি ভবনে স্পেশ‍্যাল স্ক্রিনিং, দর্শকরা চায় করমুক্ত হোক শাহরুখের সিনেমা

Last Updated:

Dunki Movie: শীতে কিং খানের সিনেমা ‘ডাংকি’ দর্শকদের মন কেড়ে নিয়েছে। এবার আজ, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে 'ডাংকি'-র এক বিশেষ স্ক্রিনিং-র আয়োজন করা হয়েছে।

কলকাতাঃ বলিউডের ‘বাদশা’ তিনি একাই। ৬০-এর কোটায় এসেও বারেবারে হাতেকলমে প্রমাণ দিয়ে চলেছেন শাহরুখ খান। গত ৩০ বছর ধরে একটানা বলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন কিং খান ৷ শুধু দেশেই নয়, সারা বিশ্বে তাঁর অগণিত ভক্ত। বলিউডের হার্টথ্রব শাহরুখ খানকে নিয়ে সবসময়েই চর্চা হয়েই চলেছে। ২০২৩ সালে একের পর এক রেকর্ড গড়েছেন শাহরুখ খান। শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ ছবি ইতিমধ্যেই বিশ্বরেকর্ড গড়েছে। ইতিমধ‍্যে শীতে কিং খানের সিনেমা ‘ডাংকি’ দর্শকদের মন কেড়ে নিয়েছে। এবার আজ, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ‘ডাংকি’-র এক বিশেষ স্ক্রিনিং-র আয়োজন করা হয়েছে।
জাতীয় সংবাদমাধ‍্যম, ANI-এর খবর অনুসারে, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ডাংকি বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, বিশেষ স্ক্রিনিং-এ উপস্থিত থাকতে পারেন ছবির পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী। রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাংকি’ মুক্তি পেতে সেই পুরনো চেনা ছবি আবারও ধরা পড়ল। শীতের দাপট, প্রবল ঠান্ডা সব কিছুকে উপেক্ষা করেই ভক্তদের ভিড় উপচে পড়ল সিনেমাহলগুলিতে।
advertisement
advertisement
শাহরুখ খান অভিনীত এই ছবিতে অভিনয় করেছেন তাপসী পন্নু, অনিল গ্রোভার, বিক্রম কোচ্চর, বোমান ইরানি, এবং বিশেষ চরিত্রে দেখা যায় ভিকি কৌশলও। রাজকুমার হিরানির আর শাহরুখের একসঙ্গে এটা প্রথম ছবি। প্রথম ছবিতেই ছক্কা মেরেছে এই জুটি দাবি দর্শকদের। দর্শকদের একাংশের দাবি ‘ডাংকি’- করমুক্ত ঘোষণা করা উচিত। কারণ এই ছবি একটি বাস্তব সমস‍্যাকে তুলে ধরেছে যা সকলের জানা এবং দেখা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Dunki Movie: ব্লকবাস্টার 'ডাংকি' রাষ্ট্রপতি ভবনে স্পেশ‍্যাল স্ক্রিনিং, দর্শকরা চায় করমুক্ত হোক শাহরুখের সিনেমা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement