Jawan Box Office Collection: জওয়ান জ্বরে কি তবে ভাটা পড়ল! দ্বিতীয় দিনেই আয় কমল শাহরুখের নতুন ছবির
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
প্রথম দিনেই হলগুলিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়৷ তবে দ্বিতীয় দিনেই আয় কমল ‘জওয়ান’-এর৷
প্রথম দিনেই বক্স অফিসের রেকর্ড ভেঙেছে ‘জওয়ান’৷ ছাপিয়ে গিয়েছিল পাঠানকেও৷ শাহরুখের নতুন ছবিকে ঘিরে উত্তেজনা বাড়ছিল ভক্তদের মনে৷ প্রথম দিনে হলগুলিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়৷ তবে দ্বিতীয় দিনেই আয় কমল ‘জওয়ান’-এর৷
সূত্রের খবর অনুযায়ী ‘জওয়ান’-এর প্রথম দিনের আয় প্রায় ৫৩ কোটি টাকা হওয়ার সম্ভাবনা ছিল৷ বক্স অফিসে ৭৪.৫০ কোটি টাকা উপার্জন করে ইতিমধ্যেই প্রথম দিনেই বলিউডের সবচেয়ে বেশি আয় করা ছবির শিরোপা পেয়েছে ‘জওয়ান’৷ তবে দ্বিতীয় দিনে বেশ খানিকটা কমল ‘জওয়ান’-এর৷ আয়৷
advertisement
স্যাঙ্কলিঙ্কের রিপোর্ট অনুসারে দ্বিতীয় দিনে ‘জওয়ান’-এর আয় ৫৩ কোটি৷ যা প্রথম দিনের ৭৪ কোটির চেয়ে অনেকখানি কম৷ তবে দ্বিতীয় দিন কমে গেলেও ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছাড়িয়েছে ‘জওয়ান’৷
advertisement
‘জওয়ান’-এর আয় ইতিমধ্যেই ১২৭.৫০ কোটি টাকায় পৌঁছেছে। ছবিটি দর্শকদের কাছ থেকে অসাধারণ সাড়া পাচ্ছে এবং চলচ্চিত্র সমালোচকরাও এটিকে একটি ভাল রেটিং দিয়েছেন।
এ পর্যন্ত ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। শাহরুখ খানের ছবির জন্য শুধু সাধারণ দর্শক নয়, বলিউড ও টিভি তারকাদের মধ্যেও রয়েছে প্রচণ্ড উত্তেজনা। সাধারণ দর্শকের পাশাপাশি ‘জওয়ান’ নিয়ে উচ্ছ্বসিত বলি সেলেবরাও৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2023 7:20 PM IST