Shah Rukh Khan Birthday: জন্মদিনে শাহরুখকে দেখতে গিয়ে সর্বনাশ! ১৭ জন ভক্তের সঙ্গে এ কী ঘটে গেল মন্নত-এর বাইরে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Birthday: শাহরুখ বারান্দায় এসে দাঁড়িয়ে দুই বাহু প্রসারিত করে ভালবাসা জানাবেন, এই দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন কত হাজার মানুষ। কিন্তু এই প্রেমের উৎসবের মাঝেই হঠাৎ ছন্দপতন।
মুম্বই: দু’দিন আগেই উৎসবে মেতে ছিল মুম্বই নগরী। শাহরুখ খানের জন্মদিন বলে কথা। গত ২ নভেম্বর ‘মন্নত’-এর সামনে জড়ো হয়েছিলেন হাজার হাজার বাদশা-অনুরাগীরা। আরব সাগরের তীরে যেন ভক্তদের সমুদ্র।
মধ্যরাতে শাহরুখ বারান্দায় এসে দাঁড়িয়ে দুই বাহু প্রসারিত করে ভালবাসা জানাবেন, এই দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে ছিলেন কত হাজার মানুষ। কিন্তু এই প্রেমের উৎসবের মাঝেই হঠাৎ ছন্দপতন। ঘটে গেল অনভিপ্রেত ঘটনা।
advertisement
advertisement
মন্নত-এর সামনে শাহরুখ-দর্শনের মাঝেই চোরের উপদ্রব। মোট ৩০টি ফোন চুরি হয়ে গেল একাধিক ভক্তের। অন্তত ১৭ জন ভক্তের ফোন চুরি হয়ে গিয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই দু’টি পৃথক ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে।
জাতীয় সংবাদমাধ্যমের ২৩ বছরের এক চিত্রগ্রাহক পুলিশে অভিযোগ দায়ের করেছেন, তাঁর ফোন চুরি হয়ে গিয়েছে বলে। পকেটে রাখা ছিল তাঁর ফোন। হঠাৎ মধ্যরাতে তিনি খেয়াল করেন, ফোনটি তাঁর পকেটে আর নেই। বান্দ্রা থানায় মামলা রুজু হয়েছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 4:49 PM IST