'উই লাভ শাহরুখ', দেশের কোণে কোণে থাকা ভক্তরা হাজির মন্নতের নীচে, উপর থেকে হাত নাড়লেন কিং খান

Last Updated:

রাত তখন ১২টা৷ ক্যালেন্ডারে ২ নভেম্বর শুরু হতেই মন্নতের সামনে অগণিত ভক্ত৷ যেই মানুষটার গান শুনে তাঁরা ঘুমিয়েছেন, যাঁর হাসিতে কান্না ভুলেছেন, তাঁকে একবার দেখবেন না৷?

#মুম্বই: দিল্লির এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছেলেটি মুম্বই জুড়ে রাজত্ব করার স্বপ্ন দেখেছিল৷ আজ কোটি কোটি মানুষের স্বপ্নে-জাগরণে তাঁরই নাম৷ তিনি শাহরুখ৷ আজ শাহরুখ কেবল একটা নাম নন৷ বহু মানুষের বেঁচে থাকার রসদ এই একটি মানুষ৷ নিজের স্বপ্নকে বাস্তবায়িত করেছেন ধীরে ধীরে, আর হয়ে গিয়েছেন আস্ত একটা রসদ৷
রাত তখন ১২টা৷ ক্যালেন্ডারে ২ নভেম্বর শুরু হতেই মন্নতের সামনে অগণিত ভক্ত৷ যেই মানুষটার গান শুনে তাঁরা ঘুমিয়েছেন, যাঁর হাসিতে কান্না ভুলেছেন, তাঁকে একবার দেখবেন না? ব্যালকনি থেকে শাহরুখের হাত নাড়াটুকুই তাঁদের কাছে যথেষ্ট৷ ২ নভেম্বর শাহরুখ খানের ৫৭তম জন্মদিন। সাগরপাড়ের মায়ানগরীতে আজ অন্য এক উৎসব। ভক্তদের মুখে একটাই কথা- উই লভ শাহরুখ৷
advertisement
https://fb.watch/gxzax780td/
advertisement
আরও পড়ুন: মালতির প্রথম ভারত সফর! দীর্ঘ ৩ বছর বাদে দেশে ফিরছেন প্রিয়াঙ্কা
বুধবার, ২ নভেম্বর মুক্তি পেতে চলেছে 'পাঠান' সিনেমার টিসার। সঙ্গে রয়েছে আরও এক চমক, রুপোলি পর্দায় ফের দেখা যাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে (DDLJ)। যশ রাজ ফ্লিমের পক্ষ থেকে শাহরুখের জন্মদিনে উপহার এটি। যশ রাজ ফ্লিম ২ নভেম্বর শাহরুখ খান-অভিনীত দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে আবার রিলিজ করবে৷ নিজের সোশ্য়াল মিডিয়াতে পোস্ট করেছে প্রোডাকশন কোম্পানী। সিনেমার ইতিহাসে দীর্ঘতম চলমান চলচ্চিত্র৷ এটি YRF বানিয়েছে, তাই তাঁরা দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে পুনরায় মুক্তি দেবে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'উই লাভ শাহরুখ', দেশের কোণে কোণে থাকা ভক্তরা হাজির মন্নতের নীচে, উপর থেকে হাত নাড়লেন কিং খান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement