Jawan Shah Rukh Khan : ‘জওয়ান’-এর কলরবেই কলকাতায় ‘শাহরুখ খান’! ব্যান্ডেজ বেঁধে ছবির সংলাপ আওড়ালেন আরেক খান

Last Updated:

Jawan Shah Rukh Khan : শহরে এসে হাজির খোদ ‘কিং খান’। ‘জওয়ান’-এ তাঁর একাধিক লুকের মধ্যে ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত চেহারা বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই চেহারায় ধরা দিলেন খান। তবে এ খান, সে খান নন।

শাহরুখের জওয়ান
শাহরুখের জওয়ান
কলকাতা: বৃহস্পতিবার ভোর থেকে ‘জওয়ান’-এর ঝোড়ো হাওয়া কলকাতা জুড়ে। প্রবল আবেগতাড়িত ভক্তরা সিনেমা হলগুলিতে ভিড় জমিয়েছেন। ফ্যান ক্লাবগুলি একাধিক প্রেক্ষাগৃহের শো-এ সমস্ত আসন বুক করে নিয়েছেন। আতলি পরিচালিত ‘জওয়ান’ ছবির পোস্টার বা শাহরুখের ছবি ছাপা পোশাক পরে ব্যান্ড বাজিয়ে উৎসব চলছে।
advertisement
advertisement
advertisement
এমনই সময়ে শহরে এসে হাজির খোদ ‘কিং খান’। ‘জওয়ান’-এ তাঁর একাধিক লুকের মধ্যে ব্যান্ডেজ বাঁধা রক্তাক্ত চেহারা বেশ জনপ্রিয়তা পেয়েছে। সেই চেহারায় ধরা দিলেন খান। তবে এ খান, সে খান নন। শাহরুখের বদলে কলকাতার প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ সাজলেন শেহনওয়াজ খান।
ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে, শাহরুখের সুপারহিট ডায়লগ ‘বেটে কো হাত লাগানে সে পহলে বাপ সে বাত কর’ ছাপা টিশার্ট পরে রয়েছেন একাধিক ফ্যান। তাঁদেরই ভিড় ঠেলে সকলের নজর কাড়ছেন নকল শাহরুখ খান। শাহরুখের সঙ্গে মিলিয়ে লাল টিশার্ট পরে রক্তাক্ত ব্যান্ডেজ বেঁধে সংলাপ বললেন শেহনওয়াজ।
advertisement
নদিয়া জেলার কৃষ্ণনগরের সিনেমা হলেও সকাল-সকাল হাজির হয় সম্পূর্ণ মুখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দুই যুবক। এমন অবতারে হঠাৎই আসাতে প্রথমে সকলে ঘাবড়ে গেলেও পরে বুঝতে পেরেছেন এরা দু’জন শাহরুখ খানের অন্ধভক্ত। এই সিনেমাতে শাহরুখের একটি দৃশ্য রয়েছে যেখানে শাহরুখ খানের মুখে সম্পূর্ণ ব্যান্ডেজ বাঁধা। কার্যত সেই লুকেই এরা নদিয়ার তেহট্ট থেকে এসেছেন প্রথম দিনে শাহরুখের সিনেমা দেখতে!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jawan Shah Rukh Khan : ‘জওয়ান’-এর কলরবেই কলকাতায় ‘শাহরুখ খান’! ব্যান্ডেজ বেঁধে ছবির সংলাপ আওড়ালেন আরেক খান
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement