Shah Rukh Khan-Vicky Kaushal: শ‍্যুটিংয়ের মাঝেই ক্ষমা চান শাহরুখ! কী ঘটেছিল ‘ডাঙ্কি’র সেটে? মুখ খুললেন ভিকি

Last Updated:

ছবির শ‍্যুটিং চলাকালীন ভিকি কৌশলের কাছে কাছে ক্ষমা চেয়েছিলেন কিং খান। কোন ভুল করেছিলেন শাহরুখ? ঘটনা খুলে বললেন ভিকি।

শ‍্যুটিংয়ের মাঝেই ক্ষমা চান শাহরুখ! কী ঘটেছিল ‘ডাঙ্কি’র সেটে? মুখ খুললেন ভিকি
শ‍্যুটিংয়ের মাঝেই ক্ষমা চান শাহরুখ! কী ঘটেছিল ‘ডাঙ্কি’র সেটে? মুখ খুললেন ভিকি
বছর শেষের অন‍্যতম সেরা আকর্ষণ হতে চলেছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’। ভিকি কৌশল, তাপসী পান্নুর মতো একাধিক তারকার সঙ্গে এই ছবির মূল আকর্ষণ নি:সন্দেহে কিং খান। ছবির শ‍্যুটিং চলাকালীন ভিকি কৌশলের কাছে কাছে ক্ষমা চেয়েছিলেন কিং খান। কোন ভুল করেছিলেন শাহরুখ? ঘটনা খুলে বললেন ভিকি।
সম্প্রতি ‘কফি উইথ করণ সিজন ৮’-এর অতিথি হয়ে এসেছিলেন ভিকি কৌশল এবং কিয়ারা আডবানী। সেখানেই ভিকি বিস্তারিত ভাবে ব‍্যখ‍্যা দিলেন এই ঘটনার। ভিকি জানালেন ‘ডাঙ্কি’তে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
advertisement
advertisement
ডাঙ্কির শ‍্যুটিংয়ে একদিন ভীষণ জরুরি কাজ পড়ে যাওয়ায় আসতে পারেননি শাহরুখ। বাদশাকে দিল্লি যেতে হয়েছিল। সেদিন ভিকি এবং শাহরুখের চরিত্রের ভীষণ গুরুত্বপূর্ণ দৃশ‍্যের শ‍্যুটিং ছিল। শেষমেশ শাহরুখের বডি ডাবল দিয়ে করা হয় শ‍্যুট। ওইদিন উপস্থিত হতে না পারায় রীতিমতো মর্মাহত ছিলেন শাহরুখ।
ভিকির কথায়,‘‘উনি আমাকে ফোনে না পেয়ে একটা লম্বা মেসেজ পাঠান। ক্ষমা চেয়ে শাহরুখ বলেন ওই শ‍্যুটটি আবার করতে চান। আমি উনাকে জানাই যে শ‍্যুট খুব ভাল হয়েছে। তাও উনি মোটেই সন্তুষ্ট নন। পরের দিন নিজে এসে শ‍্যুটিং দেখে ভাল লাগায় শান্ত হন।’’ কিং খানের এমন মনোভাবের জন‍্যই যে তিনি ‘বাদশা’, তা মনে করেন ভিকি।
advertisement
‘ডাঙ্কি’তে তাঁর চরিত্রের দৈর্ঘ‍্য খুব বেশি নয়। তবে শাহরুখের সঙ্গে কাজ করতে পেরে এবং রাজ কুমার হিরানীর পরিচালনায় কাজ করে তিনি অত‍্যন্ত খুশি। তাঁর চরিত্রটিকেও বেশ গুরুত্বপূর্ণ বলেছেন ভিকি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan-Vicky Kaushal: শ‍্যুটিংয়ের মাঝেই ক্ষমা চান শাহরুখ! কী ঘটেছিল ‘ডাঙ্কি’র সেটে? মুখ খুললেন ভিকি
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement