Tripti Dimri on Animal: রণবীরের জুতোতে জিভ...নগ্নতা, যৌনতা, বিতর্ক! ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে এবার মুখ খুললেন তৃপ্তি ডিমরি

Last Updated:

বক্স অফিসে লক্ষীলাভ হলেও ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে চর্চার শেষ নেই। সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে রণবীর কাপুর এবং তৃপ্তি ডিমরির ঘনিষ্ঠ দৃশ‍্য।


রণবীরের জুতোতে জিভ...নগ্নতা, যৌনতা, বিতর্ক! ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে এবার মুখ খুললেন তৃপ্তি ডিমরি
রণবীরের জুতোতে জিভ...নগ্নতা, যৌনতা, বিতর্ক! ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে এবার মুখ খুললেন তৃপ্তি ডিমরি
বক্স অফিসে লক্ষীলাভ হলেও ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে চর্চার শেষ নেই। বিভিন্ন দৃশ‍্য নিয়েই চলছে কাঁটাছেঁড়া। সবচেয়ে বেশি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়েছে রণবীর কাপুর এবং তৃপ্তি ডিমরির ঘনিষ্ঠ দৃশ‍্য।।
ভালবাসার প্রকাশ পায়ে জিভ দিয়ে? সম্পর্কের এ কেমন উদযাপন? ‘অ‍্যানিম‍্যাল’ দেখতে এই প্রশ্ন তুলেছেন একাধিক সমালোচক? রণবীর কাপুরের চরিত্র বিজয় সিং এবং তৃপ্তির চরিত্র জোয়া রিয়াজের পর্দর ঘনিষ্টতা তুলে ধরছে এমন অসংখ‍্য জিজ্ঞাসা।
advertisement
advertisement
এই ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা। তৃপ্তিকে পর্দায় দেখা গিয়েছে সাকুল‍্যে মিনিট দশেক। এত ছোট দৈর্ঘ‍্যের অভিনয়ে এমন একটি চরিত্র করতে কেন রাজি হলেন ‘বুলবুল’ অভিনেত্রী? প্রশ্ন তুলেছে তৃপ্তির অনুরাগীমহলও।
সম্প্রতি সর্বভারতীয় জনপ্রিয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে তৃপ্তি নিজেই মুখ খুললেন তাঁর ‘অ‍্যানিম‍্যালের’ চরিত্রটি নিয়ে। তাঁর কথায়,‘‘অভিনয় শিক্ষার সময় একটা ভীষণ গুরুত্বপূর্ণ নিয়ম জেনেছিলাম। তোমার চরিত্রকে কখনও বিচার কোরো না। ’’
advertisement
চরিত্রের ভাল মন্দ দিক বিষদে ব‍্যাখ‍্যা করে তৃপ্তি বলেন, ‘‘তোমার চরিত্র কিংবা তোমার সহ-অভিনেতার চরিত্র সকলেই মানুষের বিভিন্ন দিক। যে কোনও মানুষের মধ‍্যেই ভাল এবং মন্দ দুই দিক থাকে। অভিনেতার সব সময় উচিত ভাল খারাপ সব ধরনের চরিত্রের জন‍্য নিজেকে প্রস্তুত রাখা।’’
অ‍্যানিম‍্যালের চরিত্রের হিংস্রদিকগুলিতে ব‍্যক্তিগত পরিসরে কখনওই সমর্থন করেন না তৃপ্তি। তিনি বলেন,‘‘এমন একজন মানুষ যে নিজের স্ত্রী, বাবা, সন্তানকে খুন করতে চায়, আমাকে যদি কেউ এমন মানুষের কথা বলে, আমি হয়তো তাকে মেরেই ফেলব। কিন্তু এই চরিত্রটিও বিভিন্ন পরতের মধ‍্য দিয়ে গিয়েছে। যখন ওর বোন(পর্দায়) জিজ্ঞেস করছে আমার সঙ্গে ওদের কী করা উচিত? তখন রণবীরের চরিত্র বলছে, ‘ও যেখানে যেতে চায় যেতে দাও’ ’’।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tripti Dimri on Animal: রণবীরের জুতোতে জিভ...নগ্নতা, যৌনতা, বিতর্ক! ‘অ‍্যানিম‍্যাল’ নিয়ে এবার মুখ খুললেন তৃপ্তি ডিমরি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement