SRK-Akshay-Ajay Gutka Ad: গুটখা কাণ্ডে নোটিস শাহরুখ, অক্ষয়, অজয়কে! ‘কী করে এমন বিজ্ঞাপন করেন...’ ভর্ৎসনা অভিনেতাদের

Last Updated:

অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এলাহাবাদের লখনউ বেঞ্চকে জানানো হয়েছে যে তারা অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে গুটখা কোম্পানির হয়ে প্রচার করার জন্য নোটিশ পাঠিয়ে ছিল।

এলাহাবাদ: অবমাননা আবেদনের জবাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এলাহাবাদের লখনউ বেঞ্চকে জানানো হয়েছে যে তারা অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় দেবগনকে গুটখা কোম্পানির হয়ে প্রচার করার জন্য নোটিশ পাঠিয়ে ছিল।
কেন্দ্রীয় সরকার শুক্রবার হাইকোর্টকে জানিয়েছিল যে একই সমস্যা নিয়ে সুপ্রিম কোর্টেও শুনানি করা হচ্ছে এবং তাই আপাতত যেনো আবেদনটি খারিজ করা উচিত। কেন্দ্রের সমস্ত তথ্য দেখে, বেঞ্চের পক্ষ থেকে এই কেসের পরবর্তী শুনানির দিন হিসেবে আগামী বছরের ৯ মে ঠিক করা হয়। বিচারপতি রাজেশ সিং চৌহানের এর আগে কেন্দ্রীয় সরকারকে আবেদনকারীর দিক ভেবে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় সেই নির্দেশ দিয়েছিলেন। আবেদনকারীদের দাবি, এত বিখ্যাত অভিনেতা হওয়ার পরও অক্ষয়, শাহরুখ, অজয়ের মতো বিখ্যাত অভিনেতারা গুটকার জন্য বিজ্ঞাপন করছেন যখন, তখন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াই উচিত।
advertisement
advertisement
আবেদনকারী যুক্তি জানান, ২২ অক্টোবর সরকারের কাছে জানানোর পরও এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই আদালত অবমাননার আবেদনের শুনানি করে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সেক্রেটারিকে নোটিশ জারি করে হাইকোর্ট। শুক্রবার, ডেপুটি সলিসিটর জেনারেল এস বি পান্ডে হাইকোর্টকে জানিয়েছেন যে কেন্দ্র অক্ষয় কুমার, শাহরুখ খান এবং অজয় ​​দেবগনের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।
advertisement
আদালতকে আরও জানানো হয়েছিল যে অমিতাভ বচ্চনও একটি গুটকা কোম্পানীকে নোটিশ পাঠান। কেন এখনও তাঁর করা বিজ্ঞাপন ব্যবহার করা হচ্ছে তা জানতে চেয়ে, কারণ তিনি ইতিমধ্যেই তিনি ওই কোম্পানীর সঙ্গে চুক্তি বাতিল করেছেন।
বাংলা খবর/ খবর/বিনোদন/
SRK-Akshay-Ajay Gutka Ad: গুটখা কাণ্ডে নোটিস শাহরুখ, অক্ষয়, অজয়কে! ‘কী করে এমন বিজ্ঞাপন করেন...’ ভর্ৎসনা অভিনেতাদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement