Pathaan Press Conference: 'ওঁকে ভালবাসার জন্য তো শুধু অজুহাত দরকার’, সাংবাদিক সম্মেলনে শাহরুখ-দীপিকার আদরঘন মুহূর্ত

Last Updated:

এদিনের সাংবাদিক সম্মেলনে তাই কোনও রাখঢাক ছাড়াই একে অন্যকে চুম্বন আর ভালবাসায় ভরালেন তাঁরা৷

সাংবাদিকদের মুখোমুখি শাহরুখ-দীপিকা-জন
সাংবাদিকদের মুখোমুখি শাহরুখ-দীপিকা-জন
মুম্বই: তাঁদের রসায়ন কারও অজানা নয়৷ ওম শান্তি হোক বা চেন্নাই এক্সপ্রেস বা হ্যাপি নিউ ইয়ার- বারবার দর্শকের মন ভরিয়েছেন তাঁরা৷ দীপিকার বলিউডে  পা রাখা শাহরুখের কো স্টার হিসাবেই৷ তিনিও যেমন শাহরুখের স্নেহের পাত্রী. শাহরুখও তেমন তাঁর বড়ই কাছের৷ সোমবার পাঠানের সাংবাদিক সম্মেলনে তাই কোনও রাখঢাক ছাড়াই একে অন্যকে চুম্বন আর ভালবাসায় ভরালেন তাঁরা৷ 'ওঁকে ভালবাসার জন্য তো শুধু অজুহাত দরকার’, দীপিকাকে নিয়ে  স্বীকারোক্তি শাহরুখের।
মুক্তির পঞ্চম দিনে বক্স অফিসে ‘পাঠান’ ঝড় অব্যাহত। সোমবার ছবির কলাকুশলী সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি শাহরুখ খান।  সেখানে আঅবার শাহরুখের গালেও চুম্বন আঁকলেন দীপিকা৷
View this post on Instagram

A post shared by News18.com (@cnnnews18)

advertisement
advertisement
advertisement
মাত্র ৫ দিনে এই ছবির আয় ৫৪২ কোটি টাকা। রবিবার এই ছবির টিকিট বিক্রি হয়েছে ৫৮ কোটির বেশি। বক্সঅফিসে তো আগেই ছক্কা হাঁকিয়েছিল পাঠান৷ দর্শকদের মনেও শাহরুখ  'কিং' হয়েই থাকলেন৷ দীর্ঘ চার বছর পরে বড় পর্দায় দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন, 'এভাবেই ফিরে আসা যায়'৷ ছবিটি নিয়ে দর্শকের উচ্ছ্বাসও দেখার মতো। ছবি মুক্তির আগে একাধিক বিতর্কে জর্জরিত হয়েছে ‘পাঠান’। তা সত্ত্বেও দর্শক ভালবাসা উজাড় করে দিয়েছেন। সবকিছুর জন্যই সংবাদমাধ্যমকে ধন্যবাদ জানালেন বলিউডের ‘বাদশা’।
advertisement
advertisement
সাংবাদিক বৈঠকে মধ্যমণি ছিলেন দীপিকা পাড়ুকোন৷ দীপিকার একদিকে বসেছিলেন শাহরুখ খান, অন্যদিকে বসেছিলেন জন এব্রাহাম৷ হঠাৎই নিজের আসন ছেড়ে উঠে এলেন শাহরুখ৷ সটান চলে গেলেন জনের কাছে৷ সেখানে জনের কথার মধ্যেই তিনি বলে উঠলেন, ‘আমি আর থাকতে পারছি না৷’ বলে জনকে একটি চুমু খেয়ে বসলেন৷ আনন্দ যেন আজ সর্বত্র বিরাজমান৷
advertisement
অন্যদিকে বিগত কয়েক বছরে বক্স অফিসে বিশেষ সাফল্যের মুখ দেখেননি দীপিকা। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ' ছপক ' আশানুরূপ ব্যবসা করতে পারেনি। গত বছর অ্যামাজনে মুক্তি পায় তার ' গেহরাইয়া ' । দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি। বলা যায়, 'পাঠান'- এর হাত ধরেই দীর্ঘ দিন পর কাঙ্ক্ষিত সাফল্য পেলেন তিনি। তাই পাঠান যে তাঁর কাছে কতটা আবেগের তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pathaan Press Conference: 'ওঁকে ভালবাসার জন্য তো শুধু অজুহাত দরকার’, সাংবাদিক সম্মেলনে শাহরুখ-দীপিকার আদরঘন মুহূর্ত
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement