‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের শ্যামাকে আসলে কেমন দেখতে? দেখে নিন
Last Updated:
#কলকাতা: ‘মেঘলা দিনে দেখেছিলেম মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ’-রবি ঠাকুরের কবিতায় যতই কালো মেয়ের বন্দনাই থাকুক না কেন, গ্রামে তো বটেই গোটা দেশের বিভিন্ন অঞ্চলে কৃষ্ণাঙ্গীদের কপালে ধুর-ছাঁই ৷ গুণ দিয়ে বিচার করে ক’জন বলুন তো ? রূপের কাছে গুণ কেমন যেন হার মেনে যায় ৷ তবে রূপ তো ক্ষণিকের, গুণটাই তো মানুষের আসল পরিচয় সে কথাটা মানুষ ভুলেই যায় ৷ এখনও গায়ের রঙের কারণে বিয়ে বাতিল হয়ে যায় অনেক মেয়ের। গ্রাম বা মফসস্ল তো বটেই, শহর কলকাতাতে এই ছবি দেখা যায় না, তা কি আপনি হলফ করে বলতে পারেন ?
আর এই বিষয়টি নিয়েই বাংলা টেলিভিশনের জগতে পা রেখেছে ধারাবাহিক ‘কৃষ্ণকলি’৷ আর এই ধারাবাহিক মূল চরিত্রের নাম শ্যামা ৷ যে আদতে কীর্তণাঙ্গের গান করেন ৷ কিন্তু তাঁর সেই পরিচয় মানুষের সামনে আসে না ৷ কারণ তাঁদের গ্রামেরই এক বড় শিল্পী তাঁর মেয়ে রাধারাণি-র হয়ে গান গায় তিনি ৷ অর্থাৎ লোকের সামনে থাকেন রাধারাণি ৷ আর পিছন থেকে গান করেন শ্যামা ৷ ঠিক প্লে-ব্যাক সিঙ্গারদের মতো ৷ আর সমস্ত প্রশংসা জোটে রাধারাণির কপালে ৷ শ্যামার পরিচয় অজানাই থেকে যায় ৷
advertisement
advertisement
রিসেপশনের দিন তিয়াশা রায় ৷ ছবি: ফেসবুক ৷
এই গল্প নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিক ৷ কীভাবে শ্যামার সঙ্গে পরিচয় হয় শহুরে এক যুবকের ৷ কীভাবে এই ‘কালো’ শ্যামাই সেই উচ্চবিত্ত বাড়ির বউ হয়ে যান ৷ সেই গল্পই বলবে ‘কৃষ্ণকলি’৷ ইতিমধ্যেই এই ধারাবাহিক মূল চরিত্র শ্যামা সবার মনে জায়গা নিতে শুরু করেছে ৷
advertisement
তিয়াশা রায় ৷ ছবি: ফেসবুক ৷
ধারাবাহিকে এই ‘শ্যামা’র চরিত্রে অভিনয় করছেন তিয়াশা রায় ৷ এর আগে থিয়েটারে অভিনয় করলেও ক্যামেরার সামনে অভিনয় এই প্রথম ৷ ইতিমধ্যেই তাঁর‘গুণ’অর্থাৎ অভিনয় প্রশংসিত হয়েছে ৷ প্রশংসা পেয়েছে ধারাবাহিকে তাঁর কালো ‘রূপ’ও ৷ তবে কী বাস্তবেই তিয়াশার ত্বকের রং কালো ? এই প্রশ্নটা যে সব দর্শকের মনে ভিড় করে আসছে, তাঁদের বলি না তিয়াশা বাস্তবের রূপ একটু অন্যরকম ৷ আসলে চরিত্রের প্রয়োজনেই এমন মেকআপ ৷
advertisement
স্বামী সুবান রায়ের সঙ্গে তিয়াশা ৷ ছবি: ফেসবুক ৷
গোবরডাঙার মেয়ে তিয়াশার আরও একটি পরিচয় রয়েছে ৷ তিয়াশা হলেন টেলি-অভিনেতা সুবান রায়ের স্ত্রী ৷ গত বছর অক্টোবরে বিয়ে করেন তিয়াসা ও সুবান। তার আগে তিয়াসা ছিলেন মূলত নৃত্যশিল্পী। পাশাপাশি ছবিও আঁকতেন। কিন্তু অভিনয়ে আগ্রহ এবং অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলা, সেটা কিন্তু বিয়ের পরেই এবং বলা বাহুল্য, স্বামীর সান্নিধ্য়ে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 23, 2018 3:42 PM IST