New Bengali Movie: ‘অসুখওয়ালা’ সায়নের দোসর এবার স্নেহা! একাধিক চলচ্চিত্র উৎসবের পর মুক্তি পেয়েছে পলাশের ছবি

Last Updated:

শরীরের যে কোনও রকম অসুস্থতা হলে প্রথম ভরসা পাড়ার মোড়ের ওষুধের দোকান। সে রকমই এক ওষুধ বিক্রেতার গল্প বলবে ‘অসুখওয়ালা’। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে মূল চরিত্রে রয়েছেন সায়ন ঘোষ এবং স্নেহা চট্টোপাধ্যায়।

কলকাতা:  শরীরের যে কোনও রকম অসুস্থতা হলে প্রথম ভরসা পাড়ার মোড়ের ওষুধের দোকান। সে রকমই এক ওষুধ বিক্রেতার গল্প বলবে ‘অসুখওয়ালা’। শুক্রবার মুক্তি পেয়েছে ছবিটি। ছবিতে মূল চরিত্রে রয়েছেন সায়ন ঘোষ এবং স্নেহা চট্টোপাধ্যায়।
গ্রামের এক ওষুধের দোকানে বিক্রেতার চরিত্রে দেখা যাচ্ছে সায়ন ঘোষকে, তাঁর চরিত্রের নাম রুদ্র। সেই গল্পের নায়ক। সবার সব সমস্যার ওষুধ রুদ্র, কিন্তু তার জীবনেই সমস্যার শেষ নেই। রুদ্রর স্ত্রী মিষ্টির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। গল্পে তারা সন্তানহীন দম্পতি। বহু চেষ্টা করেও কোনও ফল মেলেনি। তবে এসব নিয়ে কখনও কেউ কারুর বিরুদ্ধে আঙুল তোলেনি। তবু বাচ্চা দেখলে কেঁদে ওঠে মিষ্টির মন।
advertisement
advertisement
অন্যদিকে, গ্রামের মানুষ নানা রোগ, জটিলতা থেকে মুক্তি দেওয়ার জন্য নিজের মতো করে ওষুধ দেয় রুদ্র আর তাতেই আসে বিপরীত ফলাফল। সকলে অভিযোগ জানাতে শুরু করে। এই বিপদ থেকে কীভাবে পরিত্রাণ পাবে তারা তা নিয়েই ছবির গল্প।
advertisement
উৎপল পাল প্রযোজিত ও পলাশ দে পরিচালিত ছবিটি ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কলকাতা ও ঢাকা-সহ বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিতও হয়েছে। ছবি সায়ন ঘোষ ও স্নেহা ছাড়াও রয়েছেন অমিত সাহা-সহ আরও অনেকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
New Bengali Movie: ‘অসুখওয়ালা’ সায়নের দোসর এবার স্নেহা! একাধিক চলচ্চিত্র উৎসবের পর মুক্তি পেয়েছে পলাশের ছবি
Next Article
advertisement
Birbhum News: তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
তিন বছরের প্রেম, বিয়ে করলেন নমিতা-সুস্মিতা! ভিড় উপচে পড়ল দুবরাজপুরের শিব মন্দিরে
  • সামাজিক মাধ্যমে শুরু হয়েছিল পরিচয়, তারপর গড়ে ওঠে গভীর প্রেম। সেই সম্পর্কের বাঁধন এবার রূপ নিল বিবাহে। বীরভূমের দুবরাজপুরে শিব মন্দিরে সাতপাক ঘুরে নয়, সিঁথিতে সিঁদুর পরিয়ে পরস্পরের জীবনসঙ্গী হলেন দুই মহিলা৷

VIEW MORE
advertisement
advertisement