Satyajit Roy Graphic Novel: সত্যজিতের ‘খগম’ এ বার গ্রাফিক নভেলে, ফিরছে ছোটবেলার শিরশিরানি ভয়

Last Updated:

Satyajit Roy Graphic Novel: এর পরে একে একে আরও বেশ কিছু বিখ্যাত গল্পকে গ্রাফিক নভেলে নিয়ে আসার ভাবনা রয়েছে তাঁদের।

মুক্তি পেল খগমের গ্রাফিক নভেল
মুক্তি পেল খগমের গ্রাফিক নভেল
কলকাতা: ফিরছে ছোটবেলার সেই শিরশিরানি ভয়! ‘খগম’-কে এ বার নতুন করে চেনার পালা। গল্প নয়, ছবি পড়ে! সত্যজিৎ রায়ের এই অবিস্মরণীয় ছোটগল্প এ বার হাজির হল গ্রাফিক নভেল আকারে। সৌজন্যে সিঙ্গল শট। গত ২৭ জানুয়ারি এই গ্রাফিক নভেল মুক্তি পেয়েছে৷ মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দীপ রায়, সঞ্জয় মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়-সব বিশিষ্ট জনেরা৷
বিজ্ঞাপন জগতের চার মূর্তি- শমীক চট্টোপাধ্যায়, অন্তরা চৌধুরী, শুভময় বসু এবং প্রসেনজিৎ ঘোষের তৈরি এই প্রকাশনা সংস্থার যাত্রা শুরু এই গ্রাফিক নভেলের হাত ধরেই। গত প্রায় দু’দশক ধরে বিজ্ঞাপন জগতে দুর্দান্ত সব কাজ, ‘অটোগ্রাফ’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’-র মতো ছবির পোস্টারে ইতিমধ্যেই মন কেড়েছে শমীক-অন্তরাদের বিজ্ঞাপন সংস্থা গ্রিনিং ট্রি।
advertisement
advertisement
অনেক দিন ধরেই শমীকের মাথায় ঘুরছিল নিজেদের মতো করে, নিজেদের জন্য কিছু করার ভাবনা। তারপরেই মনে হয়েছিল বাংলায় গ্রাফিক নভেলের ধারাকে আরও জোরকদমে এগিয়ে দিলে কেমন হয়! সত্যজিতের গল্পকে ছবিতে ধরতে লেগেও পড়েন ঝটপট। সঙ্গে অন্তরা। বইয়ের কাজ শেষ হয়ে গেলেও প্রকাশক মিলছিল না কিছুতেই। তখনই এগিয়ে আসেন TOT রেডিয়োর দুই প্রতিষ্ঠাতা শুভময় এবং প্রসেনজিৎ। চার জনে মিলে গড়ে তোলেন প্রকাশনা সংস্থা সিঙ্গল শট। তার হাত ধরেই গ্রাফিক নভেল আকারে ‘খগম’-এর প্রকাশ।
advertisement
এর পরে একে একে আরও বেশ কিছু বিখ্যাত গল্পকে গ্রাফিক নভেলে নিয়ে আসার ভাবনা রয়েছে তাঁদের। প্রকাশনার তালিকায় থাকবে অন্যান্য বইও।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Satyajit Roy Graphic Novel: সত্যজিতের ‘খগম’ এ বার গ্রাফিক নভেলে, ফিরছে ছোটবেলার শিরশিরানি ভয়
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement