Satish Kaushik Died: অন্তঃসত্ত্বা নীনা গুপ্তাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ কৌশিক, এই কঠিন সিদ্ধান্তের কথা অনেকেরই অজানা!

Last Updated:

Satish Kaushik Died: ২০২১ সালে নীনা গুপ্তার আত্মজীবনী 'সচ কহুঁ তো'-তে নীনা নিজেই জানিয়েছেন, অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন।

সতীশ কৌশিক ও নীনা গুপ্তা
সতীশ কৌশিক ও নীনা গুপ্তা
মুম্বই: বলিউডের প্রবীণ অভিনেতা সতীশ কৌশিকের মৃত্যু। ৬৬ বছর বয়সে ৯ মার্চ ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার আগেই ৭ তারিখ বলিউডের বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে হোলির উৎসবেও যোগ দিয়েছিলেন সতীশ। এদিন সকালে ঘনিষ্ঠ বন্ধু অনুপম খের সতীশের মৃত্যুসংবাদ দেন। অসাধারণ অভিনয়ের জন্য অভিনয়জগতে চিরস্মরণীয় হয়ে থাকবেন সতীশ কৌশিক।
১৯৫৬ সালে হরিয়ানার মহেন্দ্রগড়ে ১৩ এপ্রিল জন্মেছিলেন সতীশ। রাজধানীর ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে অভিনয় শিক্ষা নিয়েছিলেন তিনি। জানা যায়, অভিনেত্রী নীনা গুপ্তার খুবই কাছের বন্ধু ছিলেন সতীশ কৌশিক। নীনার অভিনয় নিয়ে খুবই গর্বিত ছিলেন এবং বরাবর তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। কিন্তু জানেন কি, সতীশ কৌশিক নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন?
advertisement
আরও পড়ুন: হোলি খেলার পরদিনই প্রয়াত সতীশ! অভিনেতা-পরিচালকের মৃত্য়ুতে শোকে পাথর বলিউড
২০২১ সালে নীনা গুপ্তার আত্মজীবনী 'সচ কহুঁ তো'-তে নীনা নিজেই জানিয়েছেন, অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন। মাসাবার জন্মের আগে অন্তঃসত্ত্বা হওয়াকালীনই সতীশ নীনাকে বিয়ে করতে চেয়েছিলেন। নীনা লিখেছেন, সতীশ তাঁকে বলেছিলেন, 'চিন্তা কোরো না, যদি সন্তানের গায়ের রং কালো হয় তুমি বোলো ও আমার সন্তান। আমরা বিয়ে করে নেব, কেউ কোনও সন্দেহ করবে না'। যদিও পরে সেই বিয়ে হয়নি। কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে নীনার সম্পর্কের কথা সকলেরই জানা। বিবাহিত ভিভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে এমনিতেই তখন সমাজের চোখে 'খোরাক' হয়েছিলেন নীনা। ভিভের সন্তানধারণের পর তাঁকে নিয়ে শুরু হয় আরও কাটাছেঁড়া। নীনার সিদ্ধান্ত নিয়েই শুধুমাত্র প্রশ্ন ওঠেনি সেই সময়, কৃষ্ণাঙ্গ ভিভের সন্তানও কি কৃষ্ণবর্ণ হবে, এই প্রশ্নও উঠতে শুরু করেছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: আবীর-রঙা শাড়ির সাজে চেনা দায় জাহ্নবী না শ্রীদেবী! নেটপাড়ায় প্রশংসার বন্যা
বলিউডে অসংখ্য হিট ছবিতে কাজ করেছেন সতীশ কৌশিক। তার মধ্যে অন্যতম অনিল কাপুর ও শ্রীদেবী অভিনীত 'মিস্টার ইন্ডিয়া'। কমিক টাইমিংয়ের জন্যেও বরাবর জনপ্রিয় ছিলেন। তেরে নাম থেকে, সাজন চলে শ্বশুরাল, দিওয়ানা মস্তানা, রাম লক্ষ্মণ-এর মতো বহু ছবিতে অভিনয় করেছেন সতীশ কৌশিক। দর্শকের মনে চিরকাল থেকে যাবেন তিনি। এদিন তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে বলিউডে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Satish Kaushik Died: অন্তঃসত্ত্বা নীনা গুপ্তাকে বিয়ে করতে চেয়েছিলেন সতীশ কৌশিক, এই কঠিন সিদ্ধান্তের কথা অনেকেরই অজানা!
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement