Sara Ali Khan Viral Video: নায়িকার পাশে পোজ দেওয়া? মহিলাকে ধাক্কা মেরে জলে ফেলে দিলেন সারা আলি খান, দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মহিলাকে জলে ধাক্কা মেরে ফেলে দিলেন সারা আলি খান, তুমুল ভাইরাল সেই ভিডিও, দেখুন-
#মুম্বই: সাদা বিকিনি পরে সৈফ আমি খান-অমৃতা সিং কন্যা সারা আলি খান (Sara Ali Khan) ! সবে পুল থেকে উঠেছেন, শরীর থেকে জল ঝরছে! এরমধ্যেই শুরু ফোটোসেশন! সারার পাশে পোজ দিয়েছেন কালো সালোয়ার পরা এক মহিলা! সারা তাঁকে জড়িয়েও ধরেছেন! আচমকাই ছন্দপতন! ক্যামেরার সামনেই মহিলাকে ধাক্কা মেরে পুলের জলে ফেলে দিলেন সারা আলি খান! কী কাণ্ড! নায়িকার কীর্তি এই মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল (Sara Ali Khan Viral Video)!
দেখুন সেই ভিডিও--
advertisement
advertisement
ভিডিওতে (Sara Ali Khan Viral Video) দেখা যাচ্ছে, মহিলাকে জলে ফেলে দিয়ে নিজেও জলে ঝাঁপ মারেন 'অতরঙ্গি রে' তারকা! তাঁর সে কী হাসি...এদিকে মহিলা জলে নাকানি-চোবানি খাচ্ছেন! বোঝাই যাচ্ছে, মহিলার সঙ্গে ঠাট্টা ইয়ার্কি করতেই তাঁকে জলে ফেলেছেন! কিন্তু কথায় বলে না, কারও পৌষ মাস কারও সর্বনাশ! এক্ষেত্রেও ঠিক তাই হল! সারা (Sara Alli Khan) নিজে সাঁতার কাটতে ভালবাসেন, মাঝেমধ্যেই তাঁর জলকেলির ভিডিও ভাইরাল হয়, ছিলেনও বিকিনি পরে, তাই তিনি তো আরামসেই জলে ঝাঁপ মারলেন! কিন্তু বেচারি মহিলা! কোথায় ভাবলেন নায়িকার সঙ্গে ছবি তুলবেন, তা না সোজা গিয়ে পড়লেন জলে! পরনে আবার সালোয়ার! তবে মহিলা কে, সে বিষয়ে ভিডিও থেকে কিছু জানা যায়নি!
advertisement
ভিকি কৌশলের সঙ্গে সিনেমার শ্যুটিং শেষে কাশ্মীরে পাড়ি দেন সারা! সঙ্গী ভাই ইব্রাহিম আর বন্ধুরা। সাঁতার তাঁর এতটাই প্রিয় যে, সেখানে মাইনাস ২ ডিগ্রি তাপমাত্রাতেও বিকিনি পরে সাঁতার কেটেছেন 'কেদারনাথ' স্টার। নিজেই ছুটি কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেন ইনস্টাগ্রামে! ইব্রাহিমের সঙ্গে একটি মিচ্টি ছবি পোস্ট করে লেখেন, 'যেখানে ভাই, সেখানেই আমার ঘর!'
advertisement
হালে করণ জোহরের শো 'কফি উইথ করণ'-এ এসেছিলেন সারা আলি খান। করণ তাঁকে প্রশ্ন করেন, নিজের স্বয়ম্বরে কাকে কাকে দেখতে চান সারা? সুন্দরী চটপট জানান তালিকায় রয়েছেন, রণবীর সিং (Ranveer Singh),বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakon), ভিকি কৌশল (Vicky Kaushal) ও বরুণ ধাওয়ান (Varun Dhawan)! করণ এবার মজা করে বলেন, 'এঁদের স্ত্রীয়েরা দেখছে'। সারা-র স্মার্ট উত্তর ছিল, 'আশা করি তাঁদের স্বামীরাও দেখছেন।'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 10:28 PM IST