লতাকে উৎসর্গ করে বনশালী তৈরি করলেন 'সুকুন', গান গাইলেন শ্রেয়া, পাপন
- Published by:Sanchari Kar
Last Updated:
নিজের ছবিতে সঙ্গীত নির্দেশনা সঞ্জয় আগেই করেছেন। এ বার প্রকাশিত হল তাঁর গজলের অ্যালবাম। নাম 'সুকুন'।
#মুম্বই: পরিচালক হিসেবে তিনি কতটা দক্ষ, তা নতুন করে বলে দিতে হয় না। তবে শুধু ছবিই নয়, সঙ্গীতের প্রতিও সঞ্জয় লীলা বনশালীর অমোঘ আকর্ষণ।
নিজের ছবিতে সঙ্গীত নির্দেশনা সঞ্জয় আগেই করেছেন। এ বার প্রকাশিত হল তাঁর গজলের অ্যালবাম। নাম 'সুকুন'। এই অ্যালবামটি তিনি উৎসর্গ করেছেন প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরকে।
এই অ্যালবামটিতে মোট ন'টি গান রয়েছে। 'সুকুন'-এর মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছেও পৌছে যেতে চাইছেন তিনি। উস্তাদ রাশিদ খান, শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, পাপন, প্রতিভা বাঘেল এবং মধুবন্তী বাগচীর মতো শিল্পীরা গান করেছেন।
advertisement
advertisement
সঞ্জয়ের সঙ্গে কেরিয়ারের শুরু থেকে কাজ করেছেন শ্রেয়া। বাঙালি গায়িকার কথায়, "যখন আমার ১৬ বছর বয়স, তখন থেকে আমি সঞ্জয় লীলা বনসালি স্যারের সঙ্গে কাজ করছি। উনি সব সময় আমার উপর ভরসা রেখেছেন। তার জন্য আমি কৃতজ্ঞ।"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 9:17 PM IST