৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নারীর ক্ষমতায়নের গল্প 'যোজনগন্ধা'
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
যোজনগন্ধা একটি অবহেলিত, পরিত্যক্ত, কাদা-মাটির দেশে পালিত এক মৎস্যগন্ধার কাহিনি। এ গল্প মহাভারতের সত্যবতীর, তাঁর কৈবর্তপল্লিতে বেড়ে ওঠা ও তাঁর মৎস্যগন্ধা থেকে করুকুলের রাজমাতা হয়ে ওঠার গল্প।
কলকাতা: আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিন। এই উৎসবেই দেখানো হল সঞ্জয় ঘোষ দস্তিদার পরিচালিত বাংলা ছবি ‘যোজনগন্ধা’। ৭৫ মিনিটের এই বাংলা ছবির সম্পাদনার কাজটি করেন কন্নড় সম্পাদক এমএন স্বামী।
‘উবাচ’-এর ‘যোজনগন্ধা’, মহাভারতের ছায়ায় নারীর ক্ষমতায়নের গল্প। মহাভারতের ধীবরকন্যা সত্যবতীর ধীরে ধীরে ক্ষমতায় আসা এবং রাজরানির আসনে বসার কাহিনি উঠে এসেছে ছবিতে। যোজনগন্ধা একটি অবহেলিত, পরিত্যক্ত, কাদা-মাটির দেশে পালিত এক মৎস্যগন্ধার কাহিনি। এ গল্প মহাভারতের সত্যবতীর, তাঁর কৈবর্তপল্লিতে বেড়ে ওঠা ও তাঁর মৎস্যগন্ধা থেকে করুকুলের রাজমাতা হয়ে ওঠার গল্প। যোজনগন্ধা নারীদের কর্মের গন্ধ ছড়িয়ে পড়ারও কাহিনি। মহাভারত থেকে বেরিয়ে এসে সমকালীন নারীদের অবস্থানকে চেতনায় ধাক্কা দেওয়ার কাহিনি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি বসু, মণীষা আদক, লোপামুদ্রা গুহ নিয়োগী, কাবেরি মুখোপাধ্যায়, পায়েল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। প্রযোজনায় কৃষ্ণচূড়া ভট্টাচার্য, সিনেমাটোগ্রাফার সৌনক দাস, দেবর্পিতা ঘোষ। সম্পাদনায় এমএন স্বামী।
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ৬ তারিখ থেকে শুরু হয় ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শত্রুঘ্ন সিনহা ও আরতি মুখোপাধ্যায়কে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা, রমেশ সিপ্পির মতো প্রবীণ তারকারা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা সোম, সুজয় ঘোষ। এই বছরের উৎসবে মোট ৩৯টি দেশ থেকে ২১৫টি ছবি প্রদর্শিত হয়, যার মধ্যে ছিল ১৮৫টি ফিচার এবং ৩০টি শর্ট ফিল্ম।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 13, 2025 12:08 PM IST

