• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সামনে এল সঞ্জয় দত্তের ৩০৯ নম্বর গার্লফ্রেন্ডর নাম !

সামনে এল সঞ্জয় দত্তের ৩০৯ নম্বর গার্লফ্রেন্ডর নাম !

সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে রণবীর কাপুর জানিয়েছিলেন, সঞ্জয় দত্তের রয়েছে ৩০৮ টা গার্লফ্রেন্ড

সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে রণবীর কাপুর জানিয়েছিলেন, সঞ্জয় দত্তের রয়েছে ৩০৮ টা গার্লফ্রেন্ড

সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে রণবীর কাপুর জানিয়েছিলেন, সঞ্জয় দত্তের রয়েছে ৩০৮ টা গার্লফ্রেন্ড

 • Share this:

  #মুম্বই: সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’তে রণবীর কাপুর জানিয়েছিলেন, সঞ্জয় দত্তের রয়েছে ৩০৮ টা গার্লফ্রেন্ড ! সিনেমায় ব্যবহার হওয়া এই সংলাপ নিয়ে রীতিমতো আলোড়ন উঠেছিল বি-টাউনে ৷ তবে এবার আর সিনেমার সংলাপ নয়, বরং খোদ সঞ্জয় দত্তই জানিয়ে দিলেন তাঁর কতগুলো গার্লফ্রেন্ড রয়েছে বা ছিল ! সঙ্গে জানিয়ে দিলেন তাঁর নতুন বান্ধবীর নামও ৷

  গপ্পোটা হল, সঞ্জয় দত্ত তাঁর নতুন ছবি ‘পানিপথ’-এর প্রোমোশনে পৌঁছেছিল কপিল শর্মার শো-তে ৷ আর সেখানেই নিজের প্রেম, বান্ধবী নিয়ে খুল্লামখুল্লা কথা বললেন সঞ্জুবাবা ৷

  কপিল শর্মার শোতে, কপিল সঞ্জয় দত্তকে প্রশ্ন করেন, আপনার নাকি ৩০৮ টা মোট গার্লফ্রেন্ড ! কপিলের মুখে এই কথা শুনে হেসেই গড়িয়ে পড়েছিলেন সঞ্জয় ৷ তারপর নিজেকে সামলে নিয়ে সঞ্জয় স্পষ্ট জানালেন, ‘একদম ঠিক ৷ তবে অঙ্কটা একটু বেড়েছে ৷ অর্থাৎ আমার এখন গার্লফ্রেন্ডের সংখ্যা ৩০৮ নয়, ৩০৯ !’

  sanjay_dutt_on_his_panipat_co_star_kriti_sanon_she_could_easily_be_my_309th_girlfriend

  শুধু এখানেই থেমে থাকেননি সঞ্জয় ৷ উল্টে জানিয়ে দিলেন, তাঁর নতুন গার্লফ্রেন্ড আর কেউ নন, তিনি হলেন কৃতি শ্যানন !

  সঞ্জয় আরও জানিয়েছেন, ‘পানিপথ ছবিতে কৃতি শ্যাননের অভিনয় দারুণ ৷ আর সেই অভিনয় দেখেই আমি কৃতির প্রেমে পড়ে গিয়েছি ৷ আর তাই কৃতিই আমার ৩০৯ নম্বর বান্ধবী !’

  First published: